দেশে আরও ভয়াবহ পরিস্থিতি! গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩,৯০০ জন, মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৫০ হাজার



দেশে আরও ভয়াবহ পরিস্থিতি! গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩,৯০০ জন, মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৫০ হাজার




দেশে ঝড়ের বেগে ছড়াচ্ছে মারণ ভাইরাস করোনা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৯০০ জন। এই বৃদ্ধির ফলে দেশে এপর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫০,৫৮৬ জন। অপর দিকে গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ১৯৫ জনের। যার ফলে দেশ জুড়ে মৃতের সংখ্যা দাড়ালো ১,৫৬৮ জন। তবে এখনও পর্যন্ত প্রায় ১২,৭২৭ জন রোগী করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছেন।




করোনা মোকাবিলায় প্রথম থেকেই জরুরি সতর্কতা অবলম্বন করেছে কেন্দ্র সরকার। নিয়েছে প্রয়োজনীয় সমস্ত রকমের ব্যাবস্থা। দ্বিতীয় দফায় লকডাউন শেষ করে তৃতীয় দফায় লকডাউনে চলছে দেশ। তবুও এখনো নাগালের বাইরে করোনার সংক্রমন। করোনা মোকাবিলায় দেশের বিভিন্ন রাজ্যে তিনটি করে জোন ভাগ করা হয়েছে।





এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়


এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open


নবীনতর পূর্বতন