আমফান ঘূর্ণিঝড়ের ঝাপটায় ব্যপক লোকসানের মুখে ৪০ হাজার মেট্রিক টন আম

আমফান ঘূর্ণিঝড়ের ঝাপটায় ব্যপক লোকসানের মুখে ৪০ হাজার মেট্রিক টন আম
আমফান ঘূর্ণিঝড়ের ঝাপটায় ব্যপক লোকসানের মুখে ৪০ হাজার মেট্রিক টন আম

অমিয় ঘোষ,মালদা:- কাল রাজ্যে প্রচুর তাণ্ডব চালিয়েছে আমফান। মালদা জেলায় তেমন ঝড় না হলেও বৃষ্টি হয়েছে। আমফানের প্রভাবে শুধুমাত্র বৃষ্টিতেই প্রায় ২৮ হাজার মেট্রিক টন আমের নষ্টের আশঙ্কা করছে জেলা উদ্যান পালন দফতর। শুধু আমচাষে নয়, পাশাপাশি বৃষ্টিতে ক্ষতি হয়েছে ধান, লিচু ও বিভিন্ন রকমের সবজি চাষেও। সব মিলিয়ে প্রায় ১৫০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলেও আশঙ্কা দেখা দিয়েছে।

মালদা জেলা উদ্যানপালন দফতর সূত্রে জানা গিয়েছে, এবছর মালদা জেলায় আম উৎপাদনের সম্ভাবনা ছিল আনুমানিক ২-৩ লাখ মেট্রিক টন৷ বৃষ্টি ভালো হওয়ায় আমের ফলনও বেশ ভালো হয়েছিল৷ কিন্তু আমফান ঘূর্ণিঝড়ে আমের বেশ ক্ষতি হয়েছে৷ এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অনুমান করা হচ্ছে যে ৪০ হাজার মেট্রিক টন আম ঝরে গিয়েছে।তার সাথে ক্ষতি হয়েছে লিচু চাষেও। এবছর মালদা জেলায় ১৫-২০  হাজার মেট্রিকটন লিচু চাষের সম্ভাবনা ছিল। কিন্তু এই ঝড়ের প্রচুর পরিমাণে লিচু মাটিতে পড়ে নষ্টের সম্ভাবনা দেখা দিয়েছে। তবে ঠিক কত পরিমাণ লিচুর ক্ষতি হয়েছে তার কোনো সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি।

প্রভাব পড়েছে বরো ধান চাষেও। জানা গিয়েছে, প্রায় ২৫-৩০ হাজার হেক্টর জমির ধান এখনও জমিতে পড়ে রয়েছে। মালদা জেলার আনুমানিক ৩৪০-৩৫০ হেক্টর এলাকায় ঝড়ের প্রভাব প্রভাব পড়েছে৷ একইভাবে প্রায় ৪৫০-৫০০ হেক্টর জমির সবজি চাষও ঝড়ের কবলে পড়েছে বলে অনুমান করেছে।


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন