Telegram Group Join Now
WhatsApp Group Join Now


২৪ ঘণ্টায় আক্রান্ত ৬,৬৫৪, একলাফে করোনা আক্রান্ত বেড়ে ১,২৫,১০১





২৪ ঘণ্টায় আক্রান্ত ৬,৬৫৪, একলাফে করোনা আক্রান্ত বেড়ে ১,২৫,১০১
২৪ ঘণ্টায় আক্রান্ত ৬,৬৫৪, একলাফে করোনা আক্রান্ত বেড়ে ১,২৫,১০১




নিউজ ডেস্ক, নয়াদিল্লি: করোনা মহামারীর প্রকোপ উত্তরোত্তর বেড়েই চলেছে ভারতে। শুক্রবারও ফের একধাক্কায় অনেকটাই বাড়ল আক্রান্তের সংখ্যা। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে ৬,৬৫৪ জন। ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ২৫ হাজার ১০১। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৭২০।




আরোও পড়ুন





মুম্বইতে নির্দেশ দেওয়া হয়েছে যাতে নমুনা সংগ্রহের ২৪ ঘণ্টার মধ্যে রেজাল্ট জানানো হয়। সমস্ত বেসরকারি ল্যাবরেটরিগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছ। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে মোট ১.১৫ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে।




রাজস্থানে ফের নতুন করে বেড়েছে সংক্রমণ। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪৮ জন। নতুন করে মৃত্যু হয়েছে ২ জনের। রাজস্থানে মোটব করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬,৫৪২। বর্তমানে চিকিৎসাধীন ২,৬৯৫।




এর আগে বৃহস্পতিবারও একধাক্কায় ৬০০০ বেড়ে গিয়েছিল করোনা আক্রান্তের সংখা।




এদিকে দেশ জুড়ে চলছে চতুর্থ দফার লকডাউন। আগামী ৩১ মে পর্যন্ত দেশজুড়ে জারি থাকবে লকডাউন। এই ১৪ দিনের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন গাইডলাইন জারি করা হয়েছে।




পাশাপাশি যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু করতে চলেছে রেলমন্ত্রক। জুন মাসের শুরু থেকে প্রতিদিন ২০০টি ট্রেন চলবে বলে জানানো হয়েছে রেল মন্ত্রকের পক্ষ থেকে। এক্ষেত্রেও যাত্রীদের ফেস মাস্ক লাগিয়ে ও সামাজিক দূরত্ব মেনে ট্রেনে চড়তে হবে বলে জানানো হয়েছে। এই ট্রেনগুলি শীতাতপ নিয়ন্ত্রিত হবে না।




এর আগে প্রাথমিকভাবে ১৫ জোড়া বিশেষ শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন চালু করা হয়। ১২ই মে থেকে চালু হয় ট্রেন পরিষেবা, তবে শর্তসাপেক্ষে। কোনও কোনও ট্রেন চলে সপ্তাহে ২ দিন, কোনওটা ৩ দিন আবার কোনও ট্রেন চলে প্রত্যেকদিনই। এই বিশেষ এসি ট্রেনগুলিতে যাত্রা কিছুটা নিয়ম মেনে করানো হচ্ছে। এই ট্রেনে চড়া যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। আরোহীদের মোবাইল ফোনে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনও ডাউনলোড করতে হবে বলে জানানো হয়েছিল।




আরোও পড়ুন






এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now