লকডাউন ও করোনার চাপে বেকারত্ব বাড়ছেলকডাউন ও করোনার চাপে বেকারত্ব বাড়ছে


নিজস্ব প্রতিবেদন : করোনা মোকাবিলায় লকডাউনের ফলে দেশের প্রায় সকল কর্মসংস্থানের সুযোগ থমকে দাঁড়িয়েছে। উপদেষ্টা সংস্থা সিএমআইই’র প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ৩ মে শেষ হওয়া সপ্তাহে দেশে বেকারত্ব’এর হার ২৭.১১ শতাংশ বলে জানা গিয়েছে। ঠিক আগের সপ্তাহে এর সংখ্যা ছিল ২১.০৫ শতাংশ। এপ্রিল মাস শেষ হওয়া পর্যন্ত এই সংখ্যা দাঁড়ায় ২৩.৫২ শতাংশে।

মার্চের শেষ সপ্তাহ থেকে বন্ধ হওয়া কলকারখানা আর চালু করার কোনও সুযোগই পায়নি লকডাউনের জেরে। ভারতে নব্বই শতাংশের অধিক কর্মী অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত। কাজ হারানো মানুষ আবার তাদের কাজ আর ফিরে পাবেন কিনা সেই আশঙ্কায় দিন কাটাচ্ছেন।

তার ওপর বিভিন্ন অচেনা স্থানে আটকে পড়ে তাদের কাছে থাকা অর্থ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এমনকী নিজ রাজ্যে ফিরতেও রেল বা বাস ভাড়ার সঙ্গে অতিরিক্ত তিনগুণ চারগুণ অর্থ দণ্ড দিতে হচ্ছে। এতে তাদের সঙ্গে থাকা অর্জিত অর্থের সিংহভাগই ব্যয় হয়ে গিয়েছে।

তারা নিজেদের বেঁচে থাকার স্বার্থে জলের মতো অর্থ খরচ করে খাবার বা অন্যান্য দ্রব্যাদি সংগ্রহ করতে বাধ্য হয়েছেন। ফলে বাড়ি ফিরেও যে সহজে অন্নের সংস্থান করতে পারবেন সে আশাও নেই। কাজও নেই। কাজ কবে হবে সেই আশায় কতদিন বসে থাকতে হবে তার কোনও দিশা নেই। লকডাউন চলছেই।

দেশে লকডাউন ঘোষণার আগে পর্যন্ত বেকারত্ব ছিল ৮.৬ শতাংশ। দেড় মাসে এই সংখ্যা পেরিয়েছে ২৭.১১ শতাংশে। লকডাউন উঠে যাওয়ার পর অসংগঠিত ক্ষেত্রের পাশাপাশি সংগঠিত ক্ষেত্রেও ছাঁটাই হতে পারে। ফলে বেকারত্বের সংখ্যা আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞ মহলের আশঙ্কা।

Unemployment is rising under the pressure of lockdown and corona


 As a result of the lockdown in Corona, almost all employment opportunities in the country have come to a standstill.  The country's unemployment rate for the week ended May 3 was 28.11 percent, according to figures released by the advisory body CMIE.  Just the previous week, the number was 21.05 percent.  By the end of April, the figure stood at 23.52 percent.

 The factory, which had been closed since the last week of March, did not get a chance to reopen due to the lockdown.  More than ninety percent of workers in India are associated with the unorganized sector.  People who have lost their jobs are spending their days in fear of getting their jobs back.

 They are stuck in various unfamiliar places and their money is running out fast.  Even returning to one's home state has to pay an additional three to four times the fine along with the train or bus fare.  The lion's share of the money earned with them has been spent.

 They have been forced to collect food or other necessities by spending money like water for their own survival.  As a result, there is no hope that he will be able to provide food easily even after returning home.  There is no work.  There is no direction as to how long you have to sit in the hope of when the work will be done.  The lockdown is on.

 Unemployment was 7.8 percent in the country before the lockdown was announced.  In a month and a half, this number has crossed 26.11 percent.  After the lockdown, there may be trimming in the unorganized field as well as in the organized field.  Experts fear that the number of unemployed may increase as a result.


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source : Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন