স্বাস্থ্য সাথী কার্ড-৭৩১ দিনের মাতৃত্বকালীন ছুটি, সব মায়েদের শুভেচ্ছা মমতার



স্বাস্থ্য সাথী কার্ড-৭৩১ দিনের মাতৃত্বকালীন ছুটি, সব মায়েদের শুভেচ্ছা মমতার




হাইলাইটস




  • করোনা আতঙ্ক সরিয়ে সোশ্যাল মিডিয়া ভাসছে মায়েদের জন্য শুভেচ্ছা জানাতে।

  • মাদার ওয়াক্স মিউজিয়াম ও মা ফ্লাইওভার তাঁদের জন্যেই উৎসর্গ করা হয়েছে।

  • নিজের মায়ের মতো বিশ্বের সকল মা'কে আমরা শ্রদ্ধা করি, লিখেছেন মমতা।





লকডাউনের মধ্যেই এল মাদার্স ডে। করোনা আতঙ্ক সরিয়ে সোশ্যাল মিডিয়া ভাসছে মায়েদের জন্য শুভেচ্ছা জানাতে। আর বরাবরের মতো এই দিনে মায়েদের শুভেচ্ছা জানাতে ভুললেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে তিনি লেখেন, 'আজ মাদার্স ডে। সমস্ত মা, আম্মা ও মাদারদের এমন দিনে শুভেচ্ছা জানাই। মাদার ওয়াক্স মিউজিয়াম ও মা ফ্লাইওভার তাঁদের জন্যেই উৎসর্গ করা হয়েছে। আমাদের মা-মাটি-মানুষ স্লোগানের শুরুও মা দিয়েই। নিজের মায়ের মতো বিশ্বের সকল মা'কে আমরা শ্রদ্ধা করি।'




তবে, শুধু শুভেচ্ছা জানিয়েই থেমে যাননি মুখ্যমন্ত্রী। মায়েদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কী কী পরিষেবা দিচ্ছে, তার একটি তালিকাও ট্যুইটারে তুলে দেন মুখ্যমন্ত্রী। সেই তালিকায় রয়েছে স্বাস্থ্য সাথী কার্ড, মা ও শিশুদের জন্যে স্পেশাল কেয়ার ইউনিট, মাতৃযান পরিষেবা।




তিনি জানান, মা ও সন্তানদের কথা ভেবেই এই সমস্ত পরিষেবা চালু করেছে বর্তমান সরকার। ভবিষ্যতেও আর নানা পরিষেবা চালু করার ইচ্ছেও যে তাঁর রয়েছে, তাও আশা ব্যক্ত করেছেন তিনি। উল্লেখ্য, সরকারি মহিলা কর্মচারীদের জন্য ৭৩১ দিনের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা হয়েছে।





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : BanglaSonbad


নবীনতর পূর্বতন