লকডাউনে তৃতীয়বার, আবার কেঁপে উঠল দিল্লি


লকডাউনে তৃতীয়বার, আবার কেঁপে উঠল দিল্লি




হাইলাইটস




  • ফের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। রবিবার দুপুরে কেঁপে ওঠে দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চল।

  • কম্পনের জেরে আতঙ্কের সৃষ্টি হয় মানুষের মধ্যে।

  • আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, রবিবার দিল্লিতে মৃদু ভুমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৪।





ফের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। রবিবার দুপুরে কেঁপে ওঠে দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চল। কম্পনের জেরে আতঙ্কের সৃষ্টি হয় মানুষের মধ্যে।




আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, রবিবার দিল্লিতে মৃদু ভুমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৪। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে। তবে কম্পনে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।




করোনাভাইরাসের কারণে দেশজুড়ে লকডাউন ঘোষিত হওয়ার পর এই নিয়ে তৃতীয়বার কম্পন অনুভূত হল দিল্লিতে। গত মাসে মৃদু দুটি কম্পন হয়। দুটিরই উপকেন্দ্র ছিল দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্ত। তবে সেই দুটি ক্ষেত্রেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।






এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : BanglaSonbad


নবীনতর পূর্বতন