রেড জোনে থাকলেই ১৪দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে, বড় সিদ্ধান্ত এক রাজ্যের

রেড জোনে থাকলেই ১৪দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে, বড় সিদ্ধান্ত এক রাজ্যের

নিজস্ব সংবাদদাতা, তিরুঅনন্তপুরম : যে সব ব্যক্তি রেড জোনে রয়েছেন, তাঁদের জন্য ১৪ দিনেক কোয়ারেনন্টাইন বাধ্যতামূলক। এমনই ঘোষণা কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের। তিনি জানিয়েছেন, রেড জোনের বাসিন্দারা হয় হোম কোয়ারেনন্টাইনে থাকবেন, নয়তো সরকারের পক্ষ থেকে তাঁদের জন্য সেই ব্যবস্থা করা হবে। শুক্রবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন এই নিয়ম বাধ্যতামূলক।

রেড জোনের বাসিন্দারা অনেক বেশি বিপদের মধ্যে রয়েছেন। সেখান থেকে যাতে নতুন করে সংক্রমণ না ছড়ায়, তার জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পিনারাই বিজয়ন জানান, সংযুক্ত আরব আমীরশাহী থেকে দুটি বিমান ও সৌদি আরব থেকে একটি বিমান কেরলে এসে পৌঁছেছে। আবু ধাবি থেকে যে বিমান এসেছে, তাতে ১৮১ জন যাত্রী রয়েছেন। এর মধ্যে রয়েছেন ৪টি শিশু, ১০ বছরের নীচে ১৫ জন, ৪৯জন গর্ভবতী মহিলা। যাত্রীদের মধ্যে ৫জনকে কালামেসারি মেডিক্যাল কলেজে আইসোলেশনে রাখা হয়েছে।

দুবাই থেকে কোঝিকোড়েতে আসা ১৮২ জন যাত্রীর মধ্যে ৫জন শিশু রয়েছে। এদের কেউ আইসোলেশনে নেই। ৮৬,৬৭৯ জন মালয়ালি অন্যান্য রাজ্যে আটকে রয়েছেন। পাসের জন্য আবেদনও জমা পড়েছে প্রচুর। এখনও পর্যন্ত ৪৫,৮১৪ জনকে পাস দেওয়া গিয়েছে বলে জানিয়েছেন বিজয়ন। এদিকে, রাজ্যে প্রথম আক্রান্তের ১০০ দিন পরে কেরলে এক করোনা আক্রান্তের হদিশ মিলেছে। কেরল সরকারের তরফে সেরাজ্যে নতুন করে আরও একজন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

ইতিমধ্যেই আক্রান্তকে হাসপাতালে ভর্তি করার পাশাপাশি তার পরিবার ও সংস্পর্শে আসা অন্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দেশে করোনায় সুস্থতার নিরিখে সব থেকে এগিয়ে দক্ষিণের বামশাসিত রাজ্য কেরল। কেরলে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫০৩। এঁদের মধ্যে এখন মাত্র ১৬ জন করোনা সক্রিয় রোগী রয়েছেন। বাকি প্রায় ৯৭ শতাংশ মানুষ করোনা-মুক্ত হয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী কেরলে এখনও পর্যন্ত মারণ ভাইরাসের আক্রমণে ৪ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই দেশে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা। প্রতিদিন লাফিয়ে বাড়ছে সংক্রমণ। শেষ ২৪ ঘন্টাতেও করোনা আক্রান্ত ৩ হাজার ৩২০ জন, মৃত্যু হয়েছে ৯৫ জনের।

দেশে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৬৬২। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৯৮১ জনের। দেশে বর্তমানে অ্যাক্টিভ কেস রয়েছে ৩৯ হাজার ৮৩৪ টি। সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বর্তমানে ১৭ হাজার ৮৪৭। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এই পরিসংখ্যান পাওয়া গিয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে সারা দেশের মধ্যে মহারাষ্ট্রে করোনা সংক্রমণ সর্বাধিক। সেখানে মৃতের সংখ্যাও বেশি। এরপরেই এই তালিকায় রয়েছে গুজরাত। ৩ নম্বরে রয়েছে রাজধানী দিল্লি।


Thiruvananthapuram: For those who are in the red zone, 14 days quarantine is mandatory.  Such an announcement was made by Kerala Chief Minister Pinarayi Vijayan.  He said residents of the red zone would either be on home quarantine or the government would make arrangements for them.  The chief minister told reporters on Friday that the rule was mandatory.

 Residents of the Red Zone are in much greater danger.  The government has taken this decision so that new infections do not spread from there.  Pinarayi Vijayan said two planes from the United Arab Emirates and one from Saudi Arabia had arrived in Kerala.  The plane, which arrived from Abu Dhabi, had 181 passengers on board.  Among them are 4 children, 15 under 10 years of age and 49 pregnant women.  Five of the passengers have been kept in isolation at Kalamesari Medical College.

 Out of 162 passengers arriving in Kozhikode from Dubai, 5 are children.  None of them are in isolation.  6,69 Malayalees are stranded in other states.  Lots of applications have also been submitted for the pass.  So far, 45,614 people have passed, Vijayan said.  Meanwhile, 100 days after the first outbreak in the state, a corona infestation has been reported in Kerala.  The Kerala government has reported that another novel coronavirus has been newly infected in the state.

 The victim has already been admitted to the hospital and his family and others who came in contact with him have been kept in quarantine.  Kerala, the southern left-ruled state, is at the forefront of coronary health in the country.  In Kerala, the number of corona cases is still 503.  Of these, only 18 are corona active patients.  The remaining 98 percent of the people have become corona-free.

 According to the health ministry, four people have so far died of the virus in Kerala.  Do not take horrible forms in the country already.  Infections are increasing by leaps and bounds every day.  In the last 24 hours, 3,320 people were infected with corona and 95 people died.

 The total number of infected people in the country has increased to 59,062.  Of these, 1981 died.  At present there are 39,834 active cases in the country.  At present the number of recovered patients is 16 thousand 648.  These figures were obtained from the Ministry of Health.  According to the data available so far, Maharashtra has the highest number of corona infections in the country.  The death toll is also high there.  Then Gujarat is in this list.  The capital Delhi is at number 3.


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source : Open
নবীনতর পূর্বতন