বাংলায় সুরাপ্রেমীদের রেকর্ড, মাত্র ১০ ঘণ্টায় বিক্রি ₹১০০ কোটির মদ



বাংলায় সুরাপ্রেমীদের রেকর্ড, মাত্র ১০ ঘণ্টায় বিক্রি ₹১০০ কোটির মদ




হাইলাইটস




  • লকডাউনে ছাড় পেয়ে মদের দোকান খোলার পরই রেকর্ড বিক্রি হল বাংলায়। মাত্র ১০ ঘণ্টায় ১০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।

  • মঙ্গলবার বেলা ১২টা থেকে সাতঘণ্টায় বিক্রি হয়েছে বিক্রি হয়েছে ৬৫ কোটি টাকার মদ।

  • সোমবার বিক্রি শুরু হয়েছিল বিকেল তিনটে থেকে।





লকডাউনে ছাড় পেয়ে মদের দোকান খোলার পরই রেকর্ড বিক্রি হল বাংলায়। মাত্র ১০ ঘণ্টায় ১০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। মঙ্গলবার বেলা ১২টা থেকে সাতঘণ্টায় বিক্রি হয়েছে বিক্রি হয়েছে ৬৫ কোটি টাকার মদ। সোমবার বিক্রি শুরু হয়েছিল বিকেল তিনটে থেকে।




রাজ্যে দেশি ও বিদেশি মদ উভয় ক্ষেত্রেই রোজ গড়ে বিক্রি হয়েছে ৪০-৪৫ কোটি টাকার মদ। রাজ্যে ১৬,০০০-১৭,০০০ কোটি টাকার ব্যবসা দেয় এই শিল্প। শহরের রিটেইলারদের দাবি, সোমবার পূর্ণ সময় দোকান খোলা হলে দুদিনে ১২৫ কোটি টাকার ব্যবসা ছাড়িয়ে যেত। এক শীর্ষ রিটেইলারের কথায, 'মঙ্গলবার রাজ্যের ২,৫০০ মদের দোকানের মধ্যে প্রায় ১৭০০-১৮০০টি খুলেছে। দেরিতে নির্দেশ আসায় কনটেনমেন্ট জোনে না-থাকা কলকাতা ও হাওড়ার বেশ কিছু দোকান খুলতে পারেনি। তবে তা মঙ্গলবার থেকে খুলে যায়, এবং তার দারুণ চাহিদা ছিল।'




করোনার প্রাদুর্ভাবের পর গত ৯ এপ্রিল মদের উপর অতিরিক্ত ৩০% বিক্রয় কর বসিয়েছিল রাজ্য সরকার। তার লেবেলিং করতে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন দোকানমালিকেরা। দেশজুড়ে মদের দোকানের ঝাঁপ খোলার পর থেকেই সামাজিক দূরত্বের বিধিনিষেধকে কার্যত শিকেয় তুলে মদ কিনতে পথে নেমেছেন সুরাপ্রেমীরা। ক্রেতাদের উৎসাহের ঠেলায় কোথাও লাঠি চালাতে হয়েছে পুলিশকে, তো কোথাও দোকান খোলার কয়েক ঘণ্টার মধ্যেই তা বন্ধ করে দিতে হল। আর গোটা দেশজুড়ে মদের দোকানের বাইরে এই লাইন দেখে নতুন সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।




বাংলায় চালু হয়েছে মদের হোম ডেলিভারি। ওয়েস্ট বেঙ্গল Bevco-এর পোর্টালে ইতোমধ্যে 'E-retail' অপশন চালু করা হয়েছে। সেখানে অর্ডার করলেই বাড়ির সামনের মদের দোকান থেকে সেই অর্ডার অনুযায়ী মদ বাড়িতে পৌঁছে দেওয়া হবে। শুধু তাই নয়, মদের দোকানের বাইরে ভিড় দেখে অভিনব উদ্যোগ নিয়েছে বারুইপুরের আফগারি দফতর। সুরাপ্রেমীদের প্রত্যেকের হাতে ধরিয়ে দেওয়া হল মদের কুপন। সেইসঙ্গে দিয়ে দেওয়া হল নির্দিষ্ট সময়। সেই সময়ে ক্রেতাদের আসতে বলা হয়েছিল। মদের দোকানের সামনে পাঁচ জনের বেশি ক্রেতাকে দাঁড়ানোর অনুমতি দেওয়া হয়নি। গোটা দক্ষিণ ২৪ পরগনার ৩৪টি দোকানে এই পদ্ধতিতেও দেওয়া হয় মদ।





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : BanglaSonbad


নবীনতর পূর্বতন