আইপিএলের ভবিষ্যত নিয়ে কিরণ রিজিজুর মন্তব্যে নয়া জল্পনা
![]() |
আইপিএলের ভবিষ্যত নিয়ে কিরণ রিজিজুর মন্তব্যে নয়া জল্পনা |
নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক:ভারতে চতুর্থ দফার লকডাউনে মাঠ এবং স্পোর্টস কমপ্লেক্সগুলি দর্শকশূন্য রাখার শর্তে খোলার অনুমতি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। ফলে আইপিএল হওয়ার সম্ভাবনা দেখছিলেন ক্রীড়া প্রেমীরা। কিন্তু কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজুর কথায় কোটিপতি লিগের ভবিষ্যত নিয়ে তৈরি হল নয়া জল্পনা।আইপিএলকে নিশানা না করলেও তিনি বলেন, "দেশে একটি স্পোর্টিং ইভেন্ট আয়োজন করতে গিয়ে মানুষের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নিতে আমরা কখনই পারি না।" চতুর্থ দফার লকডাউনে দেশে মাঠ খুলে দেওয়ায় আশার আলো তৈরি হয়েছিল। এবার ক্রীড়ামন্ত্রীর স্বাস্থ্য ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলে দেওয়ায় ফের আইপিএল ভবিষ্যৎ অনিশ্চিত মনে করছে ক্রীড়ামহল। পাশাপাশি কিরণ রিজিজু আরও বলেন, "দেশে খেলা কী ভাবে শুরু করা যায়, সেটা নিয়ে ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে ভাবনা-চিন্তা করছি। তবে খেলা শুরুর আগে প্র্যাক্টিসের ব্যবস্থা করতে হবে। তবে করোনা পরিস্থিতির মাঝে দেশে খেলা শুরু নিয়ে কোনও তাড়াহুড়ো করা হবে না।"
আরোও পড়ুন
লকডাউন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে আইপিএল। ২৯ মার্চ টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও চার দফার ম্যারাথন লকডাউনের কারণে আইপিএল শুরু করা যায়নি। দেশে করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ার কারণে বিসিসিআই অনির্দিষ্টকালের জন্য আইপিএল টুর্নামেন্ট স্থগিত করে দিয়েছে। চলতি বছরে অক্টোবরে টি- ২০ ক্রিকেট বিশ্বকাপের আসর রয়েছে। সেই টুর্নামেন্ট বাতিল হয়ে সেই জায়গায় আইপিএল আয়োজনের ভাবনা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। তবে ক্রীড়ামন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন ভারতের যে কোনও টুর্নামেন্টে ক্লোজড ডোরই এখন ভবিষ্যৎ। প্রসঙ্গত আইপিএল না হলে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রায় ৪০০০ কোটির লোকসান হতে চলেছে।
আরোও পড়ুন
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)