সাত সকালে দুঃসংবাদ সারা দেশে সংক্রমণের সংখ্যা  ১ লাখেরও বেশি

সাত সকালে দুঃসংবাদ সারা দেশে সংক্রমণের সংখ্যা  ১ লাখেরও বেশি

অমিয় ঘোষ:-বিশ্ব স্বাস্থ্য সংস্থা  জানিয়েছে, আমাদের দেশের আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ,কাল নতুন করে ৪ হাজার ৬২৯ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে।মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩২৮জন হয়েছে এবং মৃত্যুর সংখ্যা ৩ হাজার ১৫৬ জন।সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে ৩৫ হাজার ৫৮ জন।মৃত্যুর সংখ্যা ১২৪৯ জন । মৃতের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট ।মৃতের সংখ্যা ৬৯৪ জন ও আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭৬০ জন।আক্রান্তের হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু ১১ হাজার৭৬০ জন যদিও মৃত্যু হয়েছে ৮২ জনের ।দেশের রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫৪ জনের।মৃতের সংখ্যা ১৬০ জন।

সারা বিশ্বের চিত্র তুলে ধরতে গিয়ে বলেন ,এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের ও মৃত্যুর হার যুক্তরাষ্ট্রে। সেখানে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১৫ লক্ষ ৪৯ হাজার ৮৯৫ জন। মৃত্যু হয়েছে ৯১ হাজার ৯৭৩ জনের। নতুন করে ২২ হাজার ২৩১ জনের সংক্রমণের খবর পাওয়া গেছেমৃতের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটেন(UK)। দেশটিতে মৃতের সংখ্যা ৩৪ হাজার ৭৯৬ জন। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৪০৬ জন।নতুন করে ২ হাজার ৭১১জনের সংক্রমণের খবর পাওয়া গেছে।

মৃতের হিসাবের তালিকায় তৃতীয়  ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ৩২ হাজার ৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ২২লাখ ৫ হাজার ৮৮৬ জন। চতুর্থ স্থানে রয়েছে যে দেশটি সেটি হল ফ্রান্স , মৃতের সংখ্যা ২৮ হাজার ২৩৯ জন ও আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৯২৭ জন। পঞ্চম স্থানে  স্পেন, এই দেশটিতে মৃতের সংখ্যা ২৭ হাজার ৭০৯ জন। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৮ হাজার ১৮৮ জন।

কিন্তু আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৬৭৮ জন। এর মধ্যে ২ হাজার ৭২২ জনের মৃত্যু হয়েছে।


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন