অবশেষে দিনক্ষণ ঘোষণা, শুরু হচ্ছে দশম ও দ্বাদশশ্রেণীর বাকি পরীক্ষা গুলো

অবশেষে দিনক্ষণ ঘোষণা, শুরু হচ্ছে দশম ও দ্বাদশশ্রেণীর বাকি পরীক্ষা গুলো

লকডাউন শেষ হওয়ার পর আগামী জুলাই মাসে প্রথম দুই সপ্তাহের মধ্যে ফেলা হবে CBSE-র ক্লাস টেন (Class 10th) ও ক্লাস টুয়েলভের (Class 12th) পরীক্ষা। আজ টুইটারে টুইট করে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। ১ লা জুলাই থেকে ১৫ ই জুলাইয়ের মধ্যে মিটিয়ে ফেলা হবে ক্লাস টেন ও টুয়েলভের বাকি ২৯টি পরীক্ষা। করোনা সংকটে দেশজুড়ে লকডাউন চালু হওয়ায় মাঝপথে স্থগিত রাখতে হয়েছিল পরীক্ষা গুলি।

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এদিন টুইটারে লেখেন, মোট ২৯টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরই পরীক্ষা নেবে CBSE। পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে জরুরী ২৯ টি বিষয় বাছাই করে পরীক্ষা নেওয়া হবে। টুইট করে শিক্ষার্থীদের শুভেচ্ছা বার্তাও জানান তিনি। উত্তর-পূর্ব দিল্লি বাদে দেশের অন্যান্য জায়গায় ক্লাস টেনের পরীক্ষা লকডাউন শুরুর আগেই নেওয়া হয়ে গিয়েছিল। তাই জুলাই মাসে ক্লাস টেনের পরীক্ষা শুধুমাত্র উত্তর-পূর্ব দিল্লিতেই নেওয়া হবে।

শুধু টেন-টুয়েলভ নয় ,‌ ১৮ জুলাই থেকে ২৩ জুলাই জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে এদিন। এছাড়া ডাক্তারি প্রবেশিকা পরীক্ষাও হবে ২৬ জুলাই, এমনটা জানানো হয়েছে। এগুলোর আগে মিটে যাবে বোর্ড এক্সাম।


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন