আমফানে সোনারপুর-বারুইপুর-ভাঙ্গরের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন মিমি, দিলেন ত্রাণও





আমফানে সোনারপুর-বারুইপুর-ভাঙ্গরের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন মিমি, দিলেন ত্রাণও
আমফানে সোনারপুর-বারুইপুর-ভাঙ্গরের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন মিমি, দিলেন ত্রাণও




নিউজ ডেস্ক, কলকাতা: আমফানের তান্ডবে যাদবপুর লোকসভা কেন্দ্রের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন স্থানীয় সাংসদ মিমি চক্রবর্তী। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণও বিলি করেন মিমি।




আরোও পড়ুন





আমফানে বিধ্বস্ত দক্ষিণবঙ্গ। যাদবপুর লোকসভা কেন্দ্রের বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার সেইসব এলাকা পরিদর্শন গিয়েছিলেন স্থানীয় সাংসদ মিমি চক্রবর্তী।




শুক্রবার বারুইপুর, সোনারপুর এবং ভাঙ্গরে আমফানে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন মিমি ও তাঁর প্রতিনিধি দল। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের আস্বস্ত করেন তিনি। ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণও বিলি করেন মিমি।পরে একটি প্রশাসনিক বৈঠকে যোগ দেন মিমি। কীভাবে পরিস্থিতি সামলানো হবে, তা নিয়ে আলোচনা করেন।




এদিন ট্যুইটারে তাঁর লোকসভা কেন্দ্রে ঝড়ের তাণ্ডবের একাধিক ছবি তুলে ধরেন সাংসদ। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “বাংলা আবার ঘুরে দাঁড়াবেই। আজ বারুইপুর, সোনারপুর এবং ভাঙ্গরে আমফানে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলাম। আমার লোকসভার মানুষদের সাথে দেখা করে, কথা বলে ও সাহায্যের হাত বাড়িয়ে একটু আশ্বস্ত করা যে এই লড়াইয়ে আমি ও আমার দল সবসময় ওদের সাথে আছে। পরে প্রশাসনের মিটিং এ ঠিক করা হল আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে আর কিভাবে আমরা একসাথে সবাই মিলে এই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে পারবো। আমি দিদির কর্মী। শুধু কাজ যাতে করতে পারি, আপনাদের পাশে যাতে দাঁড়াতে পারি। সেই আশীর্বাদ এবং বিশ্বাস টা রাখবেন। সকলে ভালো ও সুস্থ থাকবেন।”




অন্যদিকে, মিমির অভিন্নহৃদয় বন্ধু আরেক সাংসদ নুসরতও আমফান বিপর্যস্ত মানুজনের জন্য প্রার্থনা করেছেন। এদিন তিনিও হাড়োয়া, মিনাখা, সন্দেশখালির বিস্তীর্ণ অঞ্চলে গিয়ে সহায়সম্বলহীন মানুষগুলোর ত্রাণের ব্যবস্থা করেন। ত্রাণ শিবিরগুলো তিনি পরিদর্শন করে সেখানে খাবারদাবারের ব্যবস্থা করেন, দুর্গতদের সঙ্গে কথা বলে তাঁদের দাবি মেটানোর আশ্বাস দেন।




আরোও পড়ুন






এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন