দুজন করে যাত্রী নিয়ে শহরের রাস্তায় ছুটবে অটো, জানালেন মমতা
সরকারি বাস চালু হলেও বেসরকারি বাস এখনও রাস্তায় নামেনি৷ তবে বেসরকারি বাসও চালাতে অনুরোধ করা হয়েছে৷ এই পরিস্থিতিতে ফের চালু করা হচ্ছে অটো পরিষেবা৷ সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, আগামী ২৭ মে থেকে অটো চলবে৷ তবে আপাতত দু’জন করে যাত্রী নেওয়া যাবে৷
যদিও এর আগে অটো ইউনিয়নগুলোর সঙ্গে পুলিশ বৈঠক করবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিভাবে অটো চলবে সেই বিষয়ে ইউনিয়ন এবং পুলিশ আধিকারিকরা রুপরেখা তৈরি করবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও বিভিন্ন জেলার মধ্যে সরকারি বাস চলবে৷ ২১ মে থেকে ‘এ’ চিহ্নিত কনটেনমেন্ট জোন বাদে অন্যত্র আন্তঃজেলা বাস চলবে। কিন্তু সেক্ষেত্রেও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। সরকার বাস চালাবে। বেসরকারি বাস মালিকরাও নিয়ম মেনে চালাতে পারেন৷
এদিন শুভেন্দু জানান, সরকারি বাসে যেমন ভাড়া বাড়ছে না, তেমনই বেসরকারি বাস-মিনিবাসেও কোনও ভাড়া বাড়বে না। তবে যাতে মানুষ নিজের গন্তব্যে পৌঁছতে পারেন, তাঁর জন্যে আরও সরকারি বাস নামানো হবে। পরিবহণমন্ত্রী আগেই জানিয়েছেন,এই মুহূর্তে কলকাতা থেকে ১৫টি রুটে বাস চলছে। ডিপো থেকে বাস ছাড়ার সময় কমিয়ে আধ ঘণ্টা করা হয়েছে। বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।
এ ছাড়া আরও এক হাজার ওলা-উবর নামবে। ইতিমধ্যে ২০০টি অ্যাপ ক্যাব চলছে। ট্রাম পরিষেবাও চালু করা হবে। জলপথেও পরিবহণের বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা চলছে। ধাপে ধাপে হলুদ, নীল-সাদা ট্যাক্সিও নামবে। সোমবার মুখ্যমন্ত্রী বলেন, বুথ অনুযায়ী এবং গ্রামগুলিতে কন্টেনমেন্ট জোনকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে। এ- অ্যাফেক্টেড জোন, বি- বাফার জোন, সি- ক্লিন জোন।
এ জোন ছাড়া বাকি জায়গায় বড় দোকান খুলে যাবে ২১ মে থেকে। জোড়-বিজোড় নীতি মেনে খুলবে হকার্স মার্কেট। প্রয়োজনীয় সতর্কতা নিয়েই হকার্স মার্কেট চালু করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দেশের অন্য অংশের সঙ্গেই এরাজ্যেও ৩১ মে পর্যন্ত লকডাউন পালন করা হবে বলে জানিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘মানুষের জীবন-জীবিকা চালু রাখতে হবে। সামাজিক দূরত্ব মেনে খোলা থাকবে হোটেল৷
তবে আপাতত রেস্তোরাঁ চালু করা হচ্ছে না৷ আগের লকডাউনের সঙ্গে চতুর্থ দফার লকডাউনের ফারাক রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যবসায়ীদের কাছে মুখ্যমন্ত্রীর আবেদন, সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই দোকান-বাজার চালু করতে হবে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘মাস্ক পরে বের হন। যারা জিনিস বিক্রি করেন, তাঁদের গ্লাভস পরা উচিত। দোকান খুললে ভিড় হয়ে যাচ্ছে, এটা করবেন না।
এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source : sangbadpratidin
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন 9476288780 এই নম্বরে, ধন্যবাদ।