রাজ্যে কোন কোন খেলা শুরু করার ছাড়পত্র দিল নবান্ন? জেনে নিন
নিজস্ব সংবাদদাতা : রবিবারই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল লকডাউনের চতুর্থ পর্বে খোলা যাবে দেশের সমস্ত স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্স। তবে খেলা শুরু হলেও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাঠে দর্শকরা প্রবেশ করতে পারবেন না। এবার পশ্চিমবঙ্গেও খেলাধুলো চালু করার অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যে সব খেলা সোশ্যাল ডিসট্যান্সিং মেনে খেলা যায় শুধুমাত্র সে গুলিকেই ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে কোনও দর্শককে মাঠে ঢুকতে দেওয়া যাবে না।
সোমবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘খেলা চলবে, তবে নো গ্যাদারিং। কেউ লন টেনিস খেলে, কেউ টেবিল টেনিস খেলে, কেউ গলফ খেলে। চার-পাঁচ জন মিলে সোশ্যাল ডিসট্যান্সিং মেনটেইন করে খেলা যায় এমন খেলা শুরু করা যাবে।’ তবে খেলার মাঠে কোনও দর্শককে ঢুকতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন তিনি।
করোনার জেরে লকডাউন শুরু হতে বন্ধ হয়ে গিয়েছে রাজ্যের সমস্ত খেলা। গোটা বিশ্বজুড়েই বন্ধ যাবতীয় ক্রীড়া প্রতিযোগিতা। বাতিলের পথে আইপিএল। তবে দেশে লকডাউনের চতুর্থ পর্বে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। খেলার স্টেডিয়াম খোলারও অনুমতি দেওয়া হয়েছে। অন্যান্য দেশেও ধীরে ধীরে চালু হচ্ছে খেলা। তাই এবার সামাজিক দূরত্ব মেনে ভারতেও খেলা শুরুর ভাবনা ক্রীড়া দফতরের। তাই বাংলাতে লন টেনিস, টেবিল টেনিস, গল্ফ সহ কয়েকটি খেলাকে ছাড়পত্র দেওয়া হল। তবে অধিক লোকের জমায়েত হওয়া ক্রিকেট, ফুটবল ম্যাচ এখনই শুরু করা যাবে না। তবে সামাজিক দূরত্ব মেনে চাইলে অনুশীলন করতে পারবেন খেলোয়াড়রা।
এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)