Telegram Group Join Now
WhatsApp Group Join Now


করোনা লুকোলে ৩ বছর পর্যন্ত জেল, ১ লাখ জরিমানা! যোগীরাজ্যে নয়া আইন



করোনা লুকোলে ৩ বছর পর্যন্ত জেল, ১ লাখ জরিমানা! যোগীরাজ্যে নয়া আইন




হাইলাইটস





  • কোভিড-১৯ রোগ গোপন করাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার।

  • এক্ষেত্রে দোষী ব্যক্তির সর্বোচ্চ ৩ বছরের জেল ও ১ লক্ষ টাকা জরিমানা হবে।

  • বুধবার উত্তরপ্রদেশ রাজ্য মন্ত্রিসভায় এই অর্ডিন্যান্স পাশ হয়েছে।




করোনাভাইরাস সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ উত্তরপ্রদেশ সরকারের। এই লক্ষ্যে একটি অর্ডিন্যান্স আনা হয়েছে। যেখানে কোভিড-১৯ রোগ গোপনকরাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে দোষী ব্য়ক্তিকে বড় অঙ্কের জরিমানার কথাও বলা হয়েছে নয়া অধ্যাদেশে।




কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত ২,৮৮০ জন কোভিড১৯-এ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৬ জনের। আর ৯৮৭ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। তবে গত মার্চে দিল্লির একটি বিতর্কিত ধর্মীয় জমায়েতে অংশ নেওয়া উত্তরপ্রদেশের অনেকে তাঁদের রোগ গোপন করে আছেন বলে অভিযোগ। এছাড়া রাজ্যের হাসপাতাল ও কোয়ারেনটাইন কেন্দ্রগুলি থেকে বেশ কয়েক জনের পালিয়ে আসার ঘটনা সামনে এসেছে। ফলে ঝুঁকির মুখে দাঁড়িয়েছে জনস্বাস্থ্য। গোটা পরিস্থিতি অর্ডিন্যান্স আনল যোগী আদিত্যনাথ সরকার।




বুধবার উত্তরপ্রদেশ রাজ্য় মন্ত্রিসভায় গৃহীত অধ্যাদেশ অনুসারে, কোনও করোনা আক্রান্ত আত্মগোপন করে থাকলে তার ১ থেকে ৩ বছরের জেলের সংস্থান রাখা হয়েছে। সেইসঙ্গে গুণতে হবে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা জরিমানা। আর কোনও রোগী চিকিৎসকদের সঙ্গে অভব্য আচরণ করলে ১ থেকে ৩ বছরের জেলের মুখোমুখি হতে হবে। সেইসঙ্গে অভিযুক্তকে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা জরিমানা করা হবে। এছাড়া লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধেও কড়া শাস্তির সংস্থান করা হয়েছে নয়া অধ্যাদেশে।




এছাড়া করোনা সংক্রমণ রুখতে উত্তরপ্রদেশে একটি সংস্থা গঠিত হতে চলেছে। এই সংস্থার মাথায় থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।






এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : BanglaSonbad


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now