কলকাতা পুলিশের লড়াইকে কুর্নিশ মহারাজের, বললেন 'অবিশ্বাস্য'
![]() |
কলকাতা পুলিশের লড়াইকে কুর্নিশ মহারাজের, বললেন 'অবিশ্বাস্য' |
নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক : এর আগে করোনা পরিস্থিতিতে লকডাউন মোকাবিলায় কলকাতা পুলিশের ভূয়সী প্রশংসা করে ট্যুইট করেছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এবার ফের কলকাতা পুলিশের ভূমিকায় আপ্লুত মহারাজ। ভয়ঙ্কর আমফান ঝড়ের পর জনজীবনকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে কলকাতা পুলিশের ভূমিকাকে অভিবাদন জানিয়ে ট্যুইট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘূর্ণিঝড় আম্ফানে ভেঙে পড়া গাছ টেনে এবং ঠেলে সরিয়ে পরিবহন ব্যবস্থা সচল করার চেষ্টা করছেন কলকাতা পুলিশের কর্মীরা। সেই ভিডিও দেখে গর্বিত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতা পুলিশের পোস্ট রি-টুইট করে আইনের রক্ষকদের কুর্নিশ জানিয়েছেন বিসিসিআই সভাপতি। কলকাতা পুলিশের সেই প্রচেষ্টা দেখে মুগ্ধ হয়েছেন মহারাজ। বলেছেন অবিশ্বাস্য লড়াই।
আরোও পড়ুন
আম্ফানে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতা সহ রাজ্যের অধিকাংশ অঞ্চল। জনজীবন কার্যত স্তব্ধ। করোনা ভাইরাসের ভয়াবহতার মধ্যে ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডব সামাল দিতে লড়াই করছে পুলিশ। কলকাতা সহ রাজ্যের সর্বত্র পরিস্থিতি সামাল দেওয়ার কাজ চালাচ্ছেন আইনের রক্ষকরা। প্রত্যন্ত এলাকায় পৌঁছে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষকে উদ্ধার করাই হোক বা বন্ধ থাকা রাস্তাকে সচল করা, সবক্ষেত্রেই নিজের সর্বস্ব উজাড় করে দিচ্ছেন উর্দিধারীরা। তাঁদের প্রাপ্য সম্মান দিলেন দেশের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার বিকেলে কলকাতার বুকে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আম্ফান। লন্ডভন্ড হয়ে যায় উচ্ছ্বাসের নগরী। জনজীবন সচল করতে সেদিন রাত থেকেই কাজে নেমে পড়েন কলকাতা পুলিশের কর্মীরা। জলমগ্ন এন্টালির সিআইটি রোডে ভেঙে পড়া মস্ত বড় গাছ সরাতে দেখা যায় তাঁদের। কলকাতা পুলিশের সেই প্রচেষ্টা দেখে ভূয়সী প্রশংসা করেছেন বোর্ড সভাপতি।
পাশাপাশি উল্লেখ্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়িতেও একটি বৃহৎ আকারের আম গাছ ঝড়ে ভেঙে পড়ে। পরিবারের অন্যান্যদের সঙ্গে সেই গাছ সরানোর কাজে হাত লাগাতে দেখা যায় মহারাজকেও। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সৌরভ।
— DC SED Kolkata Police (@KPSoutheastDiv) May 21, 2020
আরোও পড়ুন
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)