বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, দেখে নিন ১ জুন থেকে কী কী খুলছে বাংলায়?



বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, দেখে নিন ১ জুন থেকে কী কী খুলছে বাংলায়?




 বাংলায় শিথিল হচ্ছে লকডাউনের নিয়মকানুন। ১জুন থেকে রাজ্যে ধর্মীয় স্থান থেকে অফিস, রাজ্যে প্রায় সমস্ত কিছুই খুলে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একইসঙ্গে স্যানিটাইজেশনের উপর জোর দিতে নির্দেশ দিলেন তিনি।




বাংলায় খুলছে মন্দির, মসজিদ-সহ সমস্ত ধর্মস্থান। একবারে ১০ জনের বেশি ঢুকতে পারবেন না। তবে ভিড় হলে বন্ধ করে দেওয়া হবে ধর্মস্থানগুলি। ১ জুন থেকে এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ধর্মীয় জমায়েত করতে দেওয়া হবে না। মন্দির-মসজিদে ভিড়ও করা যাবে না। জোর দিতে হবে স্যানিটাইজেশনে। ধর্মীয় স্থানে ঢোকার আগে স্যানিটাইজেশন বাধ্যতামূলক করা হল। 




একইসঙ্গে বেসরকারি বাসে যত আসন, ততজন যাত্রী তোলা যাবে বলে জানিয়ে দিলেন তিনি। দাঁড়িয়ে যেতে কোনও যাত্রীকে অনুমতি দেওয়া হবে না।অল্প যাত্রী নিয়ে বেসরকারি বাস চলাচলের জেরে বিপুল ক্ষতি হচ্ছে বলে এই সিদ্ধান্ত নেওয়া হল। শু্ক্রবার প্রশাসনিক বৈঠকে লকডাউন সম্পর্কিত একাধিক সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী। আগে মাত্র ২০ জন যাত্রী নিয়ে বাস চালানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার বাসে স্যানিটাইজেশনে জোর দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায়, “বাসের আসনে বসতে গেলে স্যানিটাইজ করে নেওয়া দরকার। যাত্রীদের মুখে মাস্ক ও হাতে গ্লাভস থাকা বাধ্যতামূলক।” একইসঙ্গে তাঁর আবেদন, বাসের কনডাক্টরের সঙ্গে দুর্ব্যবহার করবেন না।




১ জুন থেকে খুলছে পাটকল ও চা শিল্পও। সেখানে হাজির থাকতে পারবেন ১০০ শতাংশ কর্মী। ৮ জুন থেকে ১০০ শতাংশ কর্মীকে নিয়ে বেসরকারি, সরকারি অফিস খুলতে পারবে।  তবে এ কদিন স্যানিটাইজ করে নেওয়া দরকার বলে মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “কাজ করার মাঝেই হাত স্যানিটাইজ করতে হবে।”





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Googlenews




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন