বিরাটকে দাড়ি নিয়ে ট্রোলড করে বিড়ম্বনায় কেপি!
![]() |
বিরাটকে দাড়ি নিয়ে ট্রোলড করে বিড়ম্বনায় কেপি! |
নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: খেলার মাঠে হোক বা স্যোশাল মিডিয়ায়। তিনি যে আক্রমণের প্রতিআক্রমণ দিতে প্রস্তুত তা বারবারই বুঝিয়ে দিয়েছেন। আর এবার ভারত অধিনায়ককে ট্রোলড করতে গিয়ে বিড়ম্বনায় পড়লেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন। তাঁকে কথার ছলেই মোক্ষম জবাব দিলেন বিরাট। লকডাউনে বিরাটের দাড়ির স্টাইল চেঞ্জ করা নিয়ে কয়েকদিন আগে খোঁচা দিয়েছিলেন এই ইংরেজ তারকা। লকডাউনে অনুষ্কা বিরাটের হেয়ারস্টাইল পাল্টে দিয়েছেন। পরে বিরাট নিজে দাড়ি কামিয়ে নিজেকে স্মার্ট লুক দেন। সেই লুক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। যারপর বিরাটকে খোঁচা দিয়ে পিটারসন লিখেছিলেন, দাড়িতে পাক ধরা লুকোতেই দাড়ি কেটেছেন বিরাট! এরপর সোশ্যাল মিডিয়ায় বিরাট পুরনো একটি মুখ ভর্তি দাড়ির ছবি পোস্ট করেছেন। যেখানে তাকে বেশ কুল দেখাচ্ছে। সেই ছবি পোস্ট করতেই ফের লেগপুল করেন পিটারসন। এবার কেপি বিরাটের ইনস্টাগ্রাম পোস্টে গিয়ে দাড়ি কামিয়ে ফেলার উপদেশ দেন। এবার কেপিকে যোগ্য জবাব দিলেন কোহলি। তিনি লেখেন, 'আমার দাড়ি তোমার টিকটক ভিডিওর থেকে অনেক ভালো!' ম্যারাথন লকডাউনের মাঝে সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন ও বর্তমান দুই ক্রিকেটারের এই মজার টিপ্পনি নেটিজেনরা দারুণভাবে উপভোগ করেছেন।
[ আরোও পড়ুন
উল্লেখ্য কিছুদিন আগে পিটারসনের সঙ্গে ইনস্টাগ্রাম আড্ডায় মাঝে ডিনার টাইম বলে কল করে বিরাটকে ভিডিও ছেড়ে খেতে আসতে ডাক দিয়েছিলেন অনুষ্কা। সেই নিয়েও বিরাটকে লেগপুল করেন পিটারসন। আর এবার দাড়ি নিয়েও ভারত অধিনায়ককে খোঁচা দেন কেপি। তার উত্তরে পিটারসনকে একহাত নিলেন বিরাট।
আরোও পড়ুন
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)