আগামী ২ বছর স্থগিত থাকবে করোনা তাই সংক্রমণ এড়াতে এই সতর্কতাগুলি মেনে চলুন
![]() |
আগামী ২ বছর স্থগিত থাকবে করোনা তাই সংক্রমণ এড়াতে এই সতর্কতাগুলি মেনে চলুন |
নিউজ ডেস্ক : করোনাভাইরাস অতিমারির রেশ চলতে পারে আগামী ২ বছর পর্যন্ত। আমেরিকার ইউনিভার্সিটি অফ মিনেসোটার সেন্টার ফর ইনফেকশাস ডিজিস রিসার্চ অ্যান্ড পলিসির (CIDRAP) রিপোর্ট বলছে, বিশ্বের দুই তৃতীয়াংশ মানুষ যতক্ষণ না এই রোগে ইমিউন হয়ে উঠছেন, ততদিন মুক্তি নেই। সেই সময়টা হতে পারে ২ বছর।
কিন্তু কেন একথা বলা হচ্ছে?
রিপোর্ট বলছে, এই মারণ ভাইরাস এমন মানুষের মধ্যেও ছড়াচ্ছে, যাঁদের কোনও উপসর্গ পাওয়া যাচ্ছে না। তাঁরা অসুস্থও হচ্ছেন না। ফলে কে ভাইরাসে সংক্রমিত তা বোঝা যাচ্ছে না। ইউনিভার্সিটি অফ মিনেসোটার রিপোর্ট বলছে, পর্যবেক্ষণে দেখা গিয়েছে, উপসর্গ প্রকাশ পাওয়ার আগেই কিছু মানুষ সংক্রমণের চূড়ান্ত জায়গায় পৌঁছে যাচ্ছেন। এবং সেই হারে আশেপাশে সংক্রমিত মানুষের সংখ্যা বাড়ছে।
সংক্রমণ এড়াতে আমরা কি কি করবো?
বর্তমান পরিস্থিতিতে বাড়ির বাইরে না বেরোনোই ভালো। কিন্তু অনেকেরই জরুরী কোন কাজে বাড়ির বাইরে যেতেই হয়। তাদের ক্ষেত্রে আক্রমণ করানোর সব থেকে কার্যকরী উপায় হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। কিন্তু তবুও এই পরিস্থিতিতে ঘর থেকে বেরোনো মানেই সংক্রমনের ঝুঁকি বেড়ে যাওয়া।
তাই এখন অনেকেরই চিন্তা বাড়ির বাইরে যেতে হলে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখা যাবে। তাহলে জেনে নিন নিজেকে সুরক্ষিত রাখার কয়েকটি উপায়।
১) মাস্ক ব্যবহার করা
এই সময় বাড়ির বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক পড়ে বেরোতে হবে। মাস্ক এর কোন বিকল্প নেই নিজেকে সুরক্ষিত রাখার জন্য।
২) হাত দোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখা
কোথাও যাবার সময় থেকে বাড়ি ফেরা অব্দি যতবার সম্ভব হাত ধুয়ে ফেলতে হবে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বিশেষজ্ঞদের মতে, নিজেদের সুরক্ষিত রাখতে অফিস, দোকান, ব্যাংক এর বাইরে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া যতটা সম্ভব বারবার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে নিজের হাত পরিষ্কার করে নিতে হবে।
৩) পরিহিত পোশাক ধুয়ে ফেলা
বাইরে থেকে বাড়িতে ফেরার পর সাথে সাথে পরিহিত পোশাক সাবান জলে ফেলে আধাঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। পরিহিত জুতো ঘরের বাইরে রাখতে হবে।
আরোও পড়ুন
৪) স্নান করা
সংক্রমণ এড়ানোর জন্য শুধুমাত্র পরিহিত পোশাক ধুলেই হবে না। বাড়িতে আসার পর ভালোভাবে সাবান জল দিয়ে স্নান করে নিতে হবে।
৫) চশমা ও গ্লাভস ব্যবহার
বাইরে যেতে হলে সব সময় হাতে গ্লাভস পরে যেতে হবে। এছাড়া চোখ দিয়ে যাতে কোনোভাবে ভাইরাস শরীরে প্রবেশ না করতে পারে তার জন্য চশমা ব্যবহার করতে হবে। এছাড়া সংক্রমণ এড়াতে বারবার চোখ, মুখ ও নাকে হাত দেওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে।
সতর্কতাঃ মানুষের হাচি, কাশি বা কথা বলার সাথে এক ধরনের ড্রপলেটস বের হয় যার মধ্যে ভাইরাস থাকতে পারে। তাই কোন আক্রান্ত ব্যক্তির খুব কাছে গেলে শ্বাস-প্রশ্বাসের সাথে ভাইরাস আপনার শরীরে প্রবেশ করতে পারে।
আরোও পড়ুন
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)