গরিব দুঃস্থ দের পাশে হিয়ার মাঝে মহিলা সংগঠন
![]() |
গরিব দুঃস্থ দের পাশে হিয়ার মাঝে মহিলা সংগঠন |
কল্যাণ দত্ত, নিউজ ডেস্ক : করোনা আর উমফুনের জোড়া অভিঘাতে ম্লান হয়েছে ঈদ উল ফিতর উৎসবের আনন্দ। লকডাউনএর বিধি নিষেধের জেরে এমনিতেই ঘর বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। উপার্জন না হওয়ার ফলে উৎসব পালনের সামর্থ নেই অধিকাংশ পরিবারেরই। কার্যত ভেঙে পড়েছে জেলার গ্রামীণ অর্থনীতি।
ঘূর্ণিঝড় এবং লকডাউন এর জোড়া যাঁতাকলে পড়ে জীবনে প্রথম নিরানন্দে খুশির ঈদ পালন করতে চলেছেন জেলার অধিকাংশ সংখ্যালঘু পরিবার।
আর্থিক সংকটে পড়া সংখ্যালঘু অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালেন ঈদের খাদ্য সামগ্রীর বাহক হয়ে পূর্ব বর্ধমানের 'হিয়ার মাঝে' নামের এক মহিলা সংগঠন।
আরোও পড়ুন
পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে খাদ্য সামগ্রী বিতরণ করে চলেছেন বিগত বেশ কয়েকদিন যাবৎ।
এবার তাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পূর্ব বর্ধমানের বৈকুন্ঠপুর ২নং পঞ্চায়েতের পামরা গ্রামের ৫০জন দুঃস্থ, অসহায় সংখ্যালঘু সম্প্রদায় মানুষদের উদ্দেশ্যে। এদিন তাঁরা তুলে দিলেন লাচ্ছা, সীমাই, চিনি, দুধ, ময়দা, তেল ইত্যাদি খাদ্য সামগ্রী।
নাজিরা নামে হিয়ার মাঝে সংগঠনের এক সদস্যা বলেন-
যারা দিন এনে দিন খায়, নিতান্তই খুব গরিব তাদের হাতেই আজকের এই খাদ্য সামগ্রী আমরা তুলে দিলাম। তিনি আরও বলেন, বেশ কিছু মানবিক ব্যক্তি আমাদের আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের আর্থিক সহায়তা এবং হিয়ার মাঝের সংগঠনের সহায়তার মেলবন্ধনে দাঁড়াচ্ছি এইরূপ গরিব, অসহায় মানুষদের পাশে।
মহিলা সংগঠনের মানবিক প্রয়াসে খুশি এলাকাবাসি।
আরোও পড়ুন
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)