Telegram Group Join Now
WhatsApp Group Join Now




২৫০ মিলিমিটার বৃষ্টি, যাবার বেলায় শহরকে ভাসিয়ে দিয়েছে আমফান





২৫০ মিলিমিটার বৃষ্টি, যাবার বেলায় শহরকে ভাসিয়ে দিয়েছে আমফান







সাইক্লোন গেল কিন্তু যাবার বেলায় সে শহরকে ভাসিয়ে দিয়ে গিয়েছে। অঙ্ক ও বাস্তব চিত্র সেই কথাই জানাচ্ছে। গত ২৪ ঘন্টায় শহরে ২৪৮.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।




সকাল সাড়ে আটটা পর্যন্ত ২৩৬.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দমদমের সকালের তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টি হয়েছে ২০৩ মিলিমিটার। সল্টলেকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেসিয়াস, এখানেও বৃষ্টি হয়েছে ৭৩ মিলিমিটার। আর্দ্রতার পরিমাণ দুই অঞ্চলেই ১০০ শতাংশ।




সাইক্লোন পরবর্তী জের স্পষ্ট শহরের তাপমাত্রাতেও। বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৫ শতাংশ , সর্বনিম্ন ৬৯ শতাংশ। বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল মঙ্গলবার ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম ছিল। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ সর্বনিম্ন ৬৬ শতাংশ। বৃষ্টি হয়েছিল ১৩.৮ মিলিমিটার।




সোমবার সন্ধ্যা থেকে হঠাৎ করেই হাওয়া বন্ধ হয়ে যায়। গুমোট হতে শুরু করে আবহাওয়া। রাতভর অস্বস্তিকর গরম ভুগিয়েছে শহরবাসীকে। সকালেও সেই অবস্থা বর্তমান ছিল। এ সবই যে ঝড়ের পূর্ববর্তী অবস্থা তা স্পষ্ট হয়ে যায়। মঙ্গলবার, শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সোমবার ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এই ডিগ্রি বেশি ছিল। বুধবার দিনভর শহরের উপর ঝড়ের তাণ্ডব চলে।




শহরে সর্বোচ্চ গতিবেগ ছিল ১৩৩ কিলোমিটার প্রতি ঘন্টা। চলতি সপ্তাহে সোমবার রাতের দিকে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছিল শহরে, তা অস্বস্তিকে আরও কয়েকগুন বাড়িয়ে দিয়েছিল। মঙ্গলবার রাত থেকে মিলেছে বহু প্রতিক্ষিত এবং কাঙ্খিত স্বস্তি। যা বুধের ভয়াল সাইক্লোনে এখনও বর্তমান।





এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : sangbadpratidin




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now