Telegram Group Join Now
WhatsApp Group Join Now


জীবনের ঝুঁকি নিয়ে সিমেন্ট মিক্সারে করে বাড়ি ফেরার চেষ্টা ১৪ শ্রমিকের



জীবনের ঝুঁকি নিয়ে সিমেন্ট মিক্সারে করে বাড়ি ফেরার চেষ্টা ১৪ শ্রমিকের




ভোপাল : দেশজুড়ে চলছে তৃতীয় দফার লকডাউন। তার আগে শনিবার সিমেন্ট মিক্সারে উত্তরপ্রদেশের লখনউ যাওয়ার চেষ্টা করে ধরা পড়ল ১৪ জন শ্রমিক সহ আরও ৪ জন।




ডেপুটি পুলিশ সুপার (ট্রাফিক) উমাকান্ত চৌধুরী জানিয়েছেন ওই সিমেন্ট মিক্সার গাড়িটিকে আটক করা হয়েছে। ১৪ জন শ্রমিক সহ ৪ জনকে পৃথক জায়গায় কোয়ারেন্টিনে পাঠিয়ে তাদের করোনা ভাইরাস টেস্ট করা হবে। শনিবার ইন্দোর পুলিশ উজ্জয়িনীর কাছে সিমেন্ট মিশ্রণকারী গাড়িটিকে আটক করে। এই মিক্সার গাড়িটির মধ্যেই ওই ১৮জন ছিলেন।




দেশব্যাপী লকডাউনের মধ্যেই মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশে যাচ্ছিল ওই মিক্সারটি। একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে সিমেন্ট মিক্সারটির পাশ থেকে তাদের ব্যাকপ্যাকগুলি সহ শ্রমিকরা একটি ছোট গর্ত থেকে উঠে আসছে। ট্রাফিক পুলিশের সাব ইন্সপেক্টর অমিত কুমার যাদব সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, “ইন্দোর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে পান্থ পিপলাই গ্রামে রুটিন তল্লাশি চলছিল। সন্দেহ হওয়াতে ওই সিমেন্ট মিক্সারটিকে থামানো হয়। গাড়িটি থেকে ১৮জনকে উদ্ধার করা হয়।




স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই ১৮জনকে পাঠানো হয়েছে। সেই ১৮ জনকে উত্তরপ্রদেশে পাঠানোর জন্য একটি বাসের ব্যবস্থাও করা হচ্ছে। ১৮ জনের মধ্যে ট্রাক মালিকের চারজন কর্মচারীও ছিলেন। ট্রাক চালকের বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোডের ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।




এই পরিযায়ী শ্রমিকরা শুক্রবার মহারাষ্ট্র থেকে বেরিয়েছিলেন বলে জানা গেছে। করোনাভাইরাসের কারণে প্রথমবার ২৩ শে মার্চ প্রথমবার সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়৷ এর ফলে দেশের বিভিন্ন শহরে প্রায় ২৯ লক্ষেরও বেশি শ্রমিক আটকে পড়েছে৷ কিন্তু এই শ্রমিকরা বাড়ি ফেরার জন্য উদগ্রীব হয়ে পড়ায় স্বরাষ্ট্রমন্ত্রক শুক্রবার শ্রমদিবসে তাঁদের নিজ নিজ রাজ্যে ফেরানোর কথা ঘোষণা করে৷




ভারতীয় রেলওয়ে পরিচালিত ছ’টি বিশেষ ট্রেনের প্রথম রবিবারের মধ্যে তার গন্তব্যে পৌঁছে যাবে। অভিবাসী শ্রমিক, তীর্থযাত্রী, পর্যটক, শিক্ষার্থী এবং অন্যান্য ব্যক্তিদের তাঁদের ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগে স্বরাষ্ট্র মন্ত্রক শ্রম দিবসে এ জাতীয় ছ’টি বিশেষ ট্রেন ছাড়ার ঘোষণা করে৷ আরও শ্রমিকদের নিয়ে বাকি বিশেষ ট্রেনগুলি লিঙ্গমপল্লী থেকে হাতিয়া, নাসিক থেকে লখনউ, নাসিক থেকে ভোপাল, জয়পুর থেকে পাটনা এবং কোটা থেকে হাতিয়ায় যাওয়ার কথা রয়েছে৷






এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়


এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now