ভয়ঙ্কর! ভারতে একদিনে আক্রান্ত প্রায় ৭০০০
![]() |
ভয়ঙ্কর! ভারতে একদিনে আক্রান্ত প্রায় ৭০০০ |
নিউজ ডেস্ক, নয়াদিল্লি: চতুর্থ দফার লকডাউনও প্রায় শেষের পথে। অথচ এখনও নিয়ন্ত্রণে এল না ভারতে করোনার সংক্রমণ। রবিবারও যে ছবিটা দেখা গেল, তা রীতিমত উদ্বেগের।
প্রত্যেকদিনই রেকর্ড ভাঙছে ভারত। একদিনে আক্রান্ত হওয়ার ঘটনা গত তিন দিন ধরেই সর্বোচ্চ। রবিবারও সেই ধারা অব্যহত থাকল। ২৪ ঘণ্টায় আক্রান্ত হল ৬৯৭৭ জন। মৃত্যু হয়েছে ১৫৪ জনের। এই নিয়ে ভারতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪০২১। সুস্থ হয়েছেন ৫৭,৭২১ জন।
এতদিন পর্যন্ত ১১ নম্বরে ছিল ভারত। এবার তালিকায় আরও এক ধাপ উপরে উঠে এল। ইরানকেও পিছনে ফেলে দিল ভারত।
[ আরোও পড়ুন
একই ভাবে দেশের মধ্যে সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। নতুন আক্রান্ত ৩০৪১। শুধু মুম্বইতেই ১৭২৫ জন আক্রান্ত হয়েছেন। ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০,০০০। মুম্বইতে ছাড়িয়ে গেল ৩০,০০০।
রবিবার নতুন করে সংক্রমণের ঘটনা ঘটেছে দেশের ২৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। তামিলনাড়ুতে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৬৫ জন। চেন্নাইতে নতুন করে ৫৮৭ জন আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। ১০,০০০ ছাড়িয়ে গেল সেই রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা।
এদিকে আমফান বিধ্বস্ত বাংলাতেও উঠে এল ভয়াবহ ছবি। একদিনে সর্বোচ্চ আক্রান্তের হদিশ পাওয়া গেল রবিবার।
২৪ ঘন্টায় মৃতের সংখ্যা কমলেও, বেড়েছে আক্রান্তের সংখ্যা৷ বাংলায় একদিনে করোনা আক্রান্ত ২০০ ছাড়াল৷ একদিনে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা ৷ নতুন করে মৃত্যু হয়েছে তিন জনের৷
[ আরোও পড়ুন
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)