কিছুক্ষণ পরেই ‘মন কি বাত’ এ দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী



কিছুক্ষণ পরেই ‘মন কি বাত’ এ দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী




 শনিবার লকডাউন থেকে সরে দেশ আনলক করার দিকে একধাপ এগোনোর কথা জানিয়েছে কেন্দ্র। রবিবারেই ‘মন কি বাত’ এ দেশবাসীর উদ্দেশ্যে ঘোষণা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকাল ১১ টায় তার রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ দেশবাসীকে নিজের বক্তব্য জানাবেন মোদী।




রবিবারের আগে মোট ৬৪ বার মন কি বাত- অনুষ্ঠানটি করেছেন মোদী। সেই দিক থেকে দেখলে এটি মন কি বাত-এর ৬৫ তম সংস্করণ। মনে করা হচ্ছে লকডাউন ৫.০-র নিয়ম কানুন ও শিথিলতা নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী।




সূত্রের খবর বলছে এই দফায় দেশের ১১টি শহরের ওপর জোর দিতে চাইছে কেন্দ্র। যে শহরগুলিতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৭০ শতাংশেরও বেশি, সেই এলাকাগুলিতে বিশেষ কড়াকড়ি রাখা হবে বলে জানানো হয়েছে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা,পুনে, থানে, ইন্দোর, চেন্নাই, আহমেদাবাদ, জয়পুর ও সুরাট। এই শহরগুলির ওপর নজর রাখা হবে বলে খবর।




এর আগে শেষ মন কি বাত হয়েছিল ২৬ এপ্রিল। সেখানে করোনা ভাইরাস ঠেকাতে কি কি নিয়ম পালন করা উচিত তার ওপর জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে এবার হয়ত পঞ্চম দফার লকডাউনে শিথিলতা কীভাবে আনা হচ্ছে, তার ওপর আলোকপাত করবেন।




উল্লেখ্য, শনিবারই দেশ লকডাউন থেকে আনলক হওয়ার প্রথম ধাপের নির্দেশিকা জারি করেছে। সোমবার থেকেই লাঘু হবে আনলক ১।




তবে শুধু লকডাউন বা করোনা ভাইরাস না, প্রধানমন্ত্রীর বক্তব্যে এদিন উঠে আসতে পারে মোদী সরকারের ক্ষমতায় থাকার বর্ষপূর্তির উল্লেখও। অবশ্য এপ্রসঙ্গে আগেই দেশবাসীকে খোলা চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে চিনের সঙ্গে সীমান্ত বিবাদও উঠে আসতে পারে মোদীর বার্তায়





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Googlenews




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন