আইসিসির মসনদে মহারাজকে দেখতে চান প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার 

আইসিসির মসনদে মহারাজকে দেখতে চান প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার

নিজস্ব সংবাদদাতা : সিএবি সভাপতির পর বিসিসিআই এর কুর্নিশে বসেছেন মহারাজ। ভারতীয় ক্রিকেটের প্রথম ব্যক্তি হিসেবেও যে তিনি যথেষ্ট সফল তা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২২ গজে দীর্ঘদিন দাদাগিরি দেখানোর পর ক্রীড়া প্রশাসক হয়ে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেই দেশের ক্রিকেটের মান উন্নয়নে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। বিসিসিআই সভাপতির দায়িত্ব নিয়ে তাঁর প্রথম পদক্ষেপই ছিল ক্রিকেটে অভিনবত্ব আনতে ও টেস্ট দেখতে মাঠে দর্শকদের ভিড় বাড়াতে পিঙ্ক বলে ঐতিহাসিক দিন-রাতের টেস্ট ম্যাচ চালু করা। এছাড়াও বোর্ডের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে যথেষ্ট সফল তিনি। করোনা পরিস্থিতিতে ক্রিকেট বন্ধ থাকায় বোর্ডের বিপুল অঙ্কের আর্থিক ঘাটতির মধ্যেই ক্রিকেটারদের বেতন মিটিয়ে দিয়েছেন বিসিসিআই সভাপতি। আর তাই এবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার প্রধান হিসাবেও মহারাজকেই প্রথম পছন্দ প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ডেভিড গাওয়ারের। তিনি মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই দক্ষতা রয়েছে যা দিয়ে তিনি একদিন আইসিসিকে নেতৃত্ব দিতে পারবেন। যা তিনি বিসিসিআই সভাপতির দায়িত্ব নিয়ে প্রমান করে দিয়েছেন। যা অনেক কঠিন কাজ বলে তিনি মনে করেন। সৌরভের নেতৃত্ব দেওয়ার ক্ষমতায় মুগ্ধ বাঁ হাতি এই ব্যাটসম্যান। তিনি বিশ্বাস করেন একদিন বিশ্ব ক্রিকেটের মসনদেও বসবেন তিনি। তিনি বলেন  ‘‘এত বছর আমি একটা জিনিস শিখেছি তুমি যদি বিসিসিআই চালাতে যাও তাহলে তোমাকে অনেক কিছু পারতে হবে। ওর মতো (সৌরভ) একজন সেখানে দারুণ শুরু করেছে, কিন্তু খুব কুশলী রাজনীতিক হতে হবে।''

গাওয়ারের মতে, আইসিসির থেকে কঠিন কাজ বিসিসিআই চালানো। তিনি বলেন, ‘‘এবং অবশ্যই তোমাকে খেলার বিষয়ে দায়িত্বশীল হতে হবে যা ভারতের মতো দেশে কোটি কোটি মানুষ দেখে।'' তিনি আরও বলেন ‘‘ও খুব ভালো মানুষ এবং ওর মধ্যে সেই রাজনৈতিক দক্ষতা রয়েছে। সঠিক মনোভাব রয়েছে এবং সব কিছু একসঙ্গে নিয়ে ভালো কাজ করে যাবে। আর যদি তুমি ভালো কাজ কর বিসিসিআই সভাপতি হিসেবে ভবিষ্যতে, কে বলতে পারে?''


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন