ঠিক কি হতে পারে উচ্চমাধ্যমিকের ভবিষ্যৎ ? স্পষ্ট জানালেন শিক্ষামন্ত্রী
![]() |
ঠিক কি হতে পারে উচ্চমাধ্যমিকের ভবিষ্যৎ ? স্পষ্ট জানালেন শিক্ষামন্ত্রী |
আগামী 29 জুন, 2রা জুলাই এবং 6 জুলাই এই তিন দিনে উচ্চমাধ্যমিক বাকি বিষয়গুলোর পরীক্ষা সম্পন্ন হওয়ার সম্ভাবনা কথা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি।তবে কোন সেন্টারেই 80 থেকে 100 জনের বেশি ছাত্র-ছাত্রী উপস্থিত থাকবে না। তারা পারস্পরিক দূরত্ব বজায় রাখবে, হাত স্যানিটাইজার করে এবং মাক্স ব্যবহার করে তবেই পরীক্ষায় বসতে পারবে ছাত্রছাত্রীরা।
আরোও পড়ুন
কোন দিন কোন পরীক্ষা হবে তা আগামীতে জানিয়ে দেওয়া হবে নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করে। বেশ কিছু পরীক্ষা হয়ে যায় লকডাউন এর আগেই। বাকি থাকা প্রায় 12 টি সাবজেক্টের, সম্ভাব্য আগামী তিনটি দিনের মধ্যেপ্রথম দিনের 2 লক্ষ 7 হাজার, দু’লক্ষ 16 হাজার, এবং দু লক্ষ 44 হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিতে চলেছে রাজ্যের প্রায় 25000 বিভিন্ন সেন্টারে
আরোও পড়ুন
এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)