রাজ্যে ফের বাড়ল কনটেইনমেন্ট জোন, কোন জেলায় ক'টি?



রাজ্যে ফের বাড়ল কনটেইনমেন্ট জোন, কোন জেলায় ক'টি?




 পশ্চিমবঙ্গে ফের বাড়ল কনটেইনমেন্ট জোনের সংখ্যা। এই মুহূর্তে রাজ্যে মোট কনটেইনমেন্ট জোনের সংখ‍্যা ৫৭১। গত সোমবারই রাজ্যে কনটেইনমেন্ট জোনের সংখ্যা ছিল ৫১৬। শনিবার তা বেড়ে দাঁড়াল ৫৭১। অর্থাৎ নতুন করে নবান্নের তরফে আরও ৫৫টি কনটেইনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে। শনিবার নবান্নের তরফে সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।




এর আগেই নবান্নের তরফে জানানো হয়েছিল যে, কনটেইনমেন্ট জোন থেকে কাউকে বের হতে বা ঢুকতে দেওয়া হবে না। এ ক্ষেত্রে কনটেইনমেন্ট জোন রেড, গ্রিন না অরেঞ্জ জোনে তা দেখা হবে না। প্রতিটি জেলার সরকারি ওয়েবসাইটে কনটেইনমেন্ট জোনের তালিকা প্রকাশের জন্য প্রতিটি জলা প্রশাসনকে নবান্নের তরফে নির্দেশও আগেই দেওয়া হয়েছিল।




এদিকে, বাংলায় করোনা সংক্রমণের ঘটনা একটু একটু করে বাড়ছে। শনিবার রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১০৮ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,৭৮৬। এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে এই মারণ ভাইরাসে আরও ১১ জন বলি হওয়ায় মোট সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৯৯। আর কো-মরবিডিটিতে মৃত্যু হয়েছে আরও ৭২ জনের।




এক নজরে এই মুহূর্তে রাজ্যের কোন জেলায়, ক'টি কনটেইনমেন্ট জোন:-






  • কলকাতা ৩২৬

  • হাওড়া ৭৬

  • দক্ষিণ চব্বিশ পরগনা ৩০

  • উত্তর চব্বিশ পরগনা ৯২

  • হুগলি ২৩

  • নদীয়া ২

  • পূর্ব মেদিনীপুর ৪

  • পশ্চিম মেদিনীপুর ৬

  • পূর্ব বর্ধমান ২

  • মালদহ ২

  • জলপাইগুড়ি ৪

  • দার্জিলিং ২

  • কালিম্পঙ ২







সোমবারের তুলনায় শনিবারে মূলত যে জেলাগুলিতে কনটেইনমেন্ট জোন


বেড়েছে :-






  • কলকাতা ৩১৮ থেকে বেড়ে দাঁড়াল ৩২৬

  • উত্তর ২৪ পরগনা ৪১ থেকে বেড়ে দাঁড়াল ৯২

  • হাওড়া ৭৪ থেকে বেড়ে ৭৬

  • দক্ষিণ ২৪ পরগণা ১ থেকে একলাফে বেড়ে ৩০

  • হুগলি ১৮ থেকে বেড়ে দাঁড়াল ২৩

  • পশ্চিম মেদিনীপুর ৫ থেকে বেড়ে ৬

  • পূর্ব বর্ধমান ১ থেকে বেড়ে দাঁড়াল ২

  • মালদা ২ থেকে বেড়ে হল ৩

  • জলপাইগুড়ি ১ থেকে বেড়ে ৪

  • কালিম্পং ১ থেকে বেড়ে হল ২







একমাত্র পূর্ব মেদিনীপুর জেলাতেই কনটেইনমেন্ট জোন ৯ থেকে কমে ৪-এ দাঁড়াল। এ ছাড়াও দার্জিলিং অপরিবর্তিত রইল। অর্থাৎ আগেও কনটেইনমেন্ট জোন ছিল ২। এখনও তাই।




তবে এ দিন গ্রিন জোনের তকমা হারিয়েছে উত্তর দিনাজপুর। উত্তরবঙ্গের এই জেলাতেও তিন ব্যক্তির শরীরে এই মারণ ভাইরাস করোনার উপস্থিতি শনাক্ত করা গিয়েছে। এর মধ্যে ২ জন রায়গঞ্জের এবং তৃতীয় জন হেমতাবাদ ব্লকের বাসিন্দা।




প্রাথমিকভাবে জানা গিয়েছে, করোনা আক্রান্ত তিন জন কলকাতায় শ্রমিকের কাজ করেন। লকডাউনের কারণে গত ৫ মে জেলায় প্রবেশ করেন তাঁরা। প্রাথমিক স্ক্রিনিং করে হোম কোয়ারেনটিনে পাঠানো হয়েছিল। গত ৭ মে রায়গঞ্জ মেডিক্যালে তাঁদের সোয়াব স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষার জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠানো হয়। শনিবার তিন জনেরই রিপোর্ট আসে পজিটিভ।





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : BanglaSonbad


নবীনতর পূর্বতন