কলকাতা ছাড়লেন আরও ১৬৯ নার্স, সঙ্কট মোকাবিলায় নিয়োগ করা হচ্ছে বাংলার সেবিকাদের



কলকাতা ছাড়লেন আরও ১৬৯ নার্স, সঙ্কট মোকাবিলায় নিয়োগ করা হচ্ছে বাংলার সেবিকাদের




 কলকাতা ছাড়ল আরও ১৬৯ জন নার্স৷ শুক্রবার বাংলার চাকরি ছেড়ে নিজের রাজ্যে চলে গিয়েছে ১৮৫ নার্স৷ এভাবে চলে যেতে থাকলে নতুন সঙ্কটে দেখা দিতে পারে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায়৷ তাই বেসরকারি হাসপাতালগুলো এই সঙ্কট মোকাবিলায় ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে৷




সূত্রের খবর, কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছে অনেক ভিন রাজ্যের বাসিন্দা নার্স৷ করোনা সংকটের সময় তাঁরা অনেকেই নিজের রাজ্যে নিজের বাড়ি ফিরতে চাইছেন৷ সেই মূহুর্তে সংশ্লিষ্ট রাজ্যগুলির বিভিন্ন হাসপাতাল তাদেরকে অফার দিচ্ছে৷




জানা গিয়েছে ,বাংলা ছেড়ে যাওয়া নার্সরা নিজের রাজ্যের হাসপাতালে অফার পেয়েই এই রাজ্যের চাকরি ছাড়ছেন৷ দ্বিতীয় দফায় চলে যাওয়া নার্সদের মধ্যে ১৫০ জন ত্রিপুরা মনিপুর এবং মিজোরামের বাসিন্দা৷ বাকিদের বাড়ি ওড়িশা এবং ঝাড়খন্ড৷ গত শুক্রবার রাজ্য ছেড়ে চলে গিয়েছে ১৮৫ জন নার্স৷




এই পরিস্থিতিতে নার্সদের শূন্যস্থান পূরণ করতে বাংলার বেসরকারি হাসপাতালহুলো নতুন পদক্ষেপ নিয়েছে বলে জানা গিয়েছে৷ বেশ কয়েক মাস আগেই এ রাজ্যের অনেক বাসিন্দা নার্স হিসেবে কাজে যোগদানের আবেদন করেছে বেশকিছু হাসপাতালে৷




এরপর কলকাতার বেশ কয়েকটি হাসপাতাল ও বেসরকারি নার্সিং হোম সেই সমস্ত সেবিকাদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে রেখেছিল৷ এই সময় নার্সদের গণইস্তফার সঙ্গে সঙ্গেই আবেদনপত্র দেখে দেখে সেই সমস্ত ইচ্ছুক নার্সদের ফোন নম্বরে যোগাযোগ করা হচ্ছে৷ এমনকি আবেদনকারীদের কাজে যোগদানের কথা জানানোর প্রক্রিয়াও শুরু করে দিয়েছে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ৷ এমনটাই সূত্রের খবর৷




গত শুক্রবার পিয়ারলেস হাসপাতাল থেকে ২৫ নার্স ইস্তফা দিয়েছেন৷ মুকুন্দপুর আর এন টেগোর হাসপাতাল থেকে ১০ জন নার্স৷ মেডিকা হাসপাতাল থেকে ৩ জন নার্স৷ ফর্টিস হাসপাতাল থেকে ১৬ জন নার্স ইস্তফা দিয়েছেন বলে জানা যাচ্ছে৷ এছাড়াও চার্নক হাসপাতাল থেকে ২৭ নার্স৷ বেলভিউ থেকে ৩ জন নার্স৷ অ্যাপোলো হাসপাতাল থেকে ১০ জন নার্স৷ রুবি হাসপাতাল থেকে ৬ নার্সের ইস্তফার খবর পাওয়া গিয়েছে৷




অন্যদিকে বাংলায় একের পর এক আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা৷ শুধু আক্রান্ত হওয়া নয়, মৃত্যুও হচ্ছে অনেকের৷ জানা গিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যে প্রায় ১৫০ জন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত৷ মারণ ভাইরাসের থাবায় প্রাণ হারিয়েছেন দুই চিকিৎসক৷





এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : sangbadpratidin




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন