বিদ্যুতের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো এলাকাবাসী, জনতা-পুলিশের সংঘর্ষে উত্তপ্ত কল্যাণী
![]() |
বিদ্যুতের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো এলাকাবাসী, জনতা-পুলিশের সংঘর্ষে উত্তপ্ত কল্যাণী |
অমিয় ঘোষ,পশ্চিমবঙ্গ:- আমফান শেষ হলেও টানা তিনদিন বিদ্যুৎ নেই,ফলে ভুগতে হচ্ছে এলাকাবাসীকে। এই অবস্থায় ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেছে আমজনতার এমনই দৃশ্য শুক্রবারও দেখা গিয়েছে আমফান বিধ্বস্ত জেলার বিভিন্ন প্রান্তে জল, বিদ্যুৎ ফেরানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচি দেখে। শনিবারেও তার ব্যতিক্রম হল না। উত্তর ২৪ পরগনার খড়দহের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে বিক্ষোভকারীদের হঠাতে গিয়ে হামলার মুখে পড়তে হল পুলিশ প্রশাসন কে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে লাঠিচার্জ ও ক্যামনে গ্যাস ছাড়তে হয়। অন্যদিকে, মহেশতলা বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তা তুলতে গেলে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ বেঁধে যায়।
আজ সকাল আবার খড়দহের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের দোগেড়িয়া মোড়ে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, আমাদের এলাককয় তিনদিন ধরে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে অভিযোগ করা সত্বেও কোনো সুরাহা হচ্ছে না। অফিসার, কর্মীরা টালবাহানা করছেন বলে অভিযোগক করেন বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ।অবরোধ তোলার চেষ্টাও করে খড়দহ থানার পুলিশ। কিন্তু তাতে উলটে পুলিশকেই হামলার মুখে পড়তে হয়। এরপর পুলিশ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে।
আরোও পড়ুন
এছাড়া সকাল থেকে হাবড়াতেও বিক্ষোভ দেখান হাবড়ার সাধারণ মানুষ।শুক্রবার রাতে টিটাগড়ের কাছে বিদ্যুৎ ও জলের দাবিতে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। এদিকে বিটি রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এখানেও পুলিশের সঙ্গে তুমুল বচসা বাধে ।এরপর উত্তেজিত জনতা একটি খড়বোঝাই গাড়িতে আগুন লাগিয়ে দেয়। রাত প্রায় ১২টা নাগাদ পরিস্থিতির কথা শুনে ঘটনাস্থলে বারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী টিটাগড়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। তাছাড়া কামারহাটি, বেলঘরিয়ার নীলগঞ্জ রোড এবং ওল্ড নিমতা রোডে অবরোধ করেন এলাকাবাসী।
অন্যদিকে, আজ দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের স্থানীয় মানুষজন বিদ্যুতের দাবিতে BBT রোড অবরোধ করে সারেঙ্গাবাদ এলাকায়। অবরোধকারীদের দাবি গতকাল রাত আটটার সময় বিদ্যুতের দাবীতে স্থানীয়রা পথ অবরোধ করলে, তখন পুলিশ প্রশাসন এবং সিইএসসি র পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় আজ সকালে বিদ্যুৎ ব্যবস্থা পুনরায় চালু করা যাবে। কিন্তু ১০ নটা বেজে গেলেও কোন প্রকার উন্নতি না হওয়ায়, আজ সকাল নটায় স্থানীয়রা আবার বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করে। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসা এবং হাতাহাতি হয়।
আরোও পড়ুন
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)