Telegram Group Join Now
WhatsApp Group Join Now


কাদের একাউন্টে কবে ঢুকবে টাকা! আজ নয়া তালিকা প্রকাশ করলো কেন্দ্র সরকার



কাদের একাউন্টে কবে ঢুকবে টাকা! নয়া তালিকা প্রকাশ করলো কেন্দ্র সরকার




করোনা ভাইরাস প্রতিরোধে দেশজুড়ে লকডাউন জারি হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জানিয়েছিল মহিলাদের প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টে আগামী ৩ মাস ৫০০ টাকা করে দেওয়া হবে। সেই কথামতো প্রথম মাসে যথারীতি ভাবে সকলের অ্যাকাউন্টে পৌছে গিয়েছে ৫০০ টাকা। এরপর এখন শুরু হবে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া। কেন্দ্র সরকার সূত্রে রিপোর্ট কেন্দ্রের তরফ থেকে সেই টাকা ছেড়ে দেওয়া হয়েছে। এখন শুধু গ্রাহকদের অ্যাকাউন্টে ঢোকার অপেক্ষা। কোন দিন কাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা তা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণার পর কেন্দ্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।




আজ সোমবার থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় দেশের মহিলাদের জনধন যোজনা অ্যাকাউন্টে ৫০০ টাকা পাঠাতে শুরু করবে ব্যাঙ্কগুলি। গত শনিবার কেন্দ্রের অর্থনৈতিক পরিষেবা সচিব দেবাশীষ পান্ডা এমনটাই জানিয়েছেন। গ্রাহকরা এই টাকা তাদের অ্যাকাউন্ট থেকে তুলতে পারবে। এটিএম অথবা সেলস পয়েন্ট থেকে তোলা যাবে ওই টাকা। প্রথম কিস্তির টাকা পাওয়ার পর একটি রটনা রটেছিল যে সমস্ত টাকা একবারে তুলে নিতে হবে, না হলে পরের কিস্তির টাকা ঢুকবে না অ্যাকাউন্টে।




কেন্দ্র সরকারের তরফ থেকে এই সম্প্রতি এই রটনা একেবারে উড়িয়ে দেওয়া হয়। এই গুজবের কোন বাস্তবতা নেই, এমনটাই বলা হয়। অ্যাকাউন্টে টাকা আসার পর সেই টাকা যদি তোলা না হয় তবে সেক্ষেত্রে টাকা অ্যাকাউন্টেই থেকে যাবে। কেন্দ্র সেই টাকা ফিরিয়ে নেবে না। জেনে নিন কোন কোন দিন কাদের কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে।




১: প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টের অধীনে যে সমস্ত গ্রাহকরা রয়েছে তাদের মধ্যে যাদের অ্যাকাউন্ট নম্বরের শেষে (০) এবং (১) রয়েছে তারা টাকা পাবেন ৪ঠা মে।




২: যাদের অ্যাকাউন্ট নম্বরের শেষ নম্বর (২) ও (৩), তারা টাকা পাবেন ৫ই মে।




৩: যাদের অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা (৪) ও (৫), তারা টাকা পাবেন ৬ই মে।




৪: অ্যাকাউন্ট নম্বরের শেষে (৬) ও (৭) যাদের রয়েছে তারাও আগামী ৮ই মে টাকা পাবেন।




৫: অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা যাদের (৮) ও (৯) তাদের ক্ষেত্রে টাকা ঢুকবে ১১ই মে।




৬: যাদের অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা (৬) ও (৭), তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে ১২ ই মে।





এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়


এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now