আকাশ থেকে বিশালাকার বরফের গোলা বর্ষণ! মুহূর্তেই ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়ায় অনেক খবর আমরা পেয়ে থাকি সেরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে হঠাত করে শুরু দুম দুম শব্দ যেন কান পাতা দায়। প্রত্যেকে আতকে উঠছেন প্রকৃতির এমন ভয়ঙ্কর রূপ দেখে। প্রকৃতি যেন উদ্দাম প্রলয় নৃত্য চালাচ্ছে শহর জুড়ে। দুম দুম শব্দে এলাকা জুড়ে বিশাল বিশাল বরফের টুকরোর বর্ষন চলছে। সম্প্রতি এমনই এক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে আর দাবি করা হয়েছছ ভয়ঙ্কর শিলাবৃষ্টির ঘটনাটি ছত্রিশগড়ের পেন্দ্রা অঞ্চলে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে প্রায় ক্রিকেট বলের সাইজের বরফ বৃষ্টি। গত শনিবার রাতে রবিবার উত্তর ভারতের বিস্তারিত অংশে প্রবল বৃষ্টি হয় বহু গ্রামের চাষের ও ক্ষতি হয়। এক আই এ এস অফিসার ভিডিওটি প্রথম পোস্ট করে দাবি করেন ভিডিওটি পেন্দ্রা অঞ্চলের । তারপর থেকেই দাবানলের মত ছড়িয়ে পড়েছে ওই ভিডিও। তবে বিষয়টি খতিয়ে দেখার পর অন্য একটি সত্য সামনে আসে জানা যায় ঘটনাটি আসলে ভিয়েতনামের কাও ব্যাঙ এলাকার। সেখানের বিস্তৃত অঞ্চল জুড়ে এরকম শিলা বৃষ্টি হয়েছিল যা নিয়ে ইউটিউবে প্রায় 8 ঘন্টার একটি ভিডিও আপলোড করা হয়েছিল 23 april.
ভিয়েতনামের এক সংবাদপত্র সূত্রে জানা যাচ্ছে যে উত্তর-পূর্ব প্রদেশ ব্যাক কান এর কর্তৃপক্ষ জানিয়েছে যে এক ঘন্টা ব্যাপী শিলাবৃষ্টিতে এক হাজারেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে শিলাবৃষ্টিতে প্রায় 500 ঘরের ছাদ উড়ে গেছে এবং 400 হেক্টর ফসল নষ্ট হয়েছে।
Today at Pendra, Chhattisgarh. pic.twitter.com/XMPVXuyuLB
— Awanish Sharan (@AwanishSharan) April 26, 2020
এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।