ভ্যাট বাড়িয়ে লিটার প্রতি ৩ টাকা ২৫ পয়সা পেট্রোলের দাম বাড়াল এই রাজ্য
চেন্নাই: লিটার প্রতি পেট্রোলের দাম বাড়াল তামিলনাড়ু। একধাক্কায় ৩ টাকা ২৫ পয়সা দাম বাড়ল পেট্রোলে। মধ্যবিত্তের পকেটে যার জেরে পড়ল ব্যাপক টান। বিশেষ করে এই লকডাউনের বাজারেও যারা জরুরি পরিষেবা দিচ্ছেন, তাঁদের পকেটে বিরাট কোপ পড়ল। পেট্রোলের পাশাপাশি দাম বেড়েছে ডিজেলেরও।
গত মাসে নাগাল্যান্ড সরকারও করোনভাইরাস মহামারীর জেরে আর্থিক সংকট থেকে মুক্তি পেতে পেট্রল ডিজেলের ওপর কোভিড -১৯ সেস আরোপ করেছিল। আর এবার সেই একই রাস্তায় হাঁটল তামিলনাড়ুও।
পেট্রোলে ভ্যাট বাড়ানোর ফলেই বেড়েছে দাম। একধাক্কায় ৩ টাকা ২৫ পয়সা লিটার প্রতি বাড়ানোর পাশাপাশি লিটার প্রতি দাম বাড়ানো হয়েছে ডিজেলেরও। লিটার প্রতি ২ টাকা ৫০ পয়সা করে বেড়েছে ডিজেলের দাম।
নাগাল্যান্ড সরকার যখন দাম বাড়িয়েছিল, তখন একধাক্কায় ৫ টাকা লিটার প্রতি বাড়ানো হয়েছিল ডিজেলের দাম। আর পেট্রোলের দাম বাড়ানো হয়েছিল ৬ টাকা প্রতি লিটার।
তামিলনাডুর রাজধানী শহর চেন্নাইতে সোমবার ডিজেলের দাম ৬৮ টাকা ২২ পয়সা ও পেট্রোলের দাম ৭৫ টাকা ৫৪ পয়সা। হঠাৎ করেই এত দাম বৃদ্ধি পাওয়ায় মুশকিলে পড়েছেন সাধারণ মানুষ।
এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।