লকডাউনে মদের দোকান খুলতেই কাউন্টারে কাউন্টারে বিশাল লাইন



লকডাউনে মদের দোকান খুলতেই কাউন্টারে কাউন্টারে বিশাল লাইন




লকডাউনের জেরে বন্ধ রাখা হয়েছিল মদের দোকান। কিন্তু তাতে ক্ষতিও হচ্ছিল বিরাট। রাজস্ব আদায় ঠেকছিল তলানিতে, অবশেষে সোমবার থেকে খুলেছে মদের দোকান। আর তারপরেই সুরাপ্রেমীরা লাইন ফেলে দিয়েছেন কাউন্টারের সামনে।




শর্তসাপেক্ষে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সেই অনুমতি পেয়েই লকডাউনের সব শর্ত মেনে এবার মদের দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেয় একাধিক রাজ্য।




কনটেনমেন্ট জোনগুলি বাদ দিয়ে বাকি এলাকাগুলিতে সোমবার থেকেই পুরদমে চালু রয়েছে মদের দোকান। তবে শর্ত যাতে মেনে চলা হয় সেব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে ব্যবসায়ীদের।




শর্ত মেনে বাংলাতেও খুলেছে মদের দোকান। কিন্তু এক ধাক্কায় আকাশ ছুঁয়েছে মদের দাম। প্রায় ৩০ শতাংশ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারি নির্দেশিকা মেনেই সকাল ১০ টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত দোকান খোলা থাকবে। একই সঙ্গে ভীড় ও জমায়েত এড়াতে বাকি সমস্ত ধরণের সরকারী নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।




তবে মদের দোকানে নিয়মবিধির দিকে কড়া নজর রয়েছে প্রশাসনের। যে এলাকাগুলিতে মদের দোকান খোলা, সেখানে টহল দেবে পুলিশ। অনিয়ম দেখলেই দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকর্মীদের।




করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে তৃতীয় দফার লকডাউন। দেশজুড়ে লকডাউনের শুরু থেকে মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে বেজায় মন খারাপ ছিল সুরাপ্রেমীদের। তবে এখন সেই পরিস্থিতির বদল হয়েছে, নিয়ম মেনে মদ কিনলে আর আশঙ্কা থাকছে না সুরাপ্রেমীদের।





এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়


এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open


নবীনতর পূর্বতন