উম্পুনে বিধ্বস্ত বাংলার পাশে বিরাট, বার্তা টুইটে



উম্পুনে বিধ্বস্ত বাংলার পাশে বিরাট, বার্তা টুইটে




হাইলাইটস




  • উম্পুনের তাণ্ডবে রাজ্যে ৭২ জনের মৃত্যু হয়েছে।

  • এর মধ্যে কলকাতায় ১৫ এবং হাওড়ায় ৭ জন প্রাণ হারিয়েছেন।

  • নিহতদের পরিবার পিছু ₹২ লাখ ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।





ঘূর্ণিঝড় উম্পুনের দাপটে লণ্ডভণ্ড গোটা পশ্চিমবঙ্গ। শহর কলকাতাতেও ক্ষয়ক্ষতির ছাপ সুস্পষ্ট। এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন এ রাজ্যে উম্পুনের দাপটে ৭২ জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উম্পুনে ক্ষতিগ্রস্ত বাংলাকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। আর এমনই সন্ধিক্ষণে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি উম্পুনে তছনছ হয়ে যাওয়া বাংলা এবং ওডিশার পাশে দাঁড়িয়ে ট্যুইট করলেন।




বৃহস্পতিবার সকালেই বিরাট কোহলি টুইটারে লেখেন, 'আমার চিন্তাভাবনা এবং প্রার্থনা ওড়িশা এবং পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় উম্পুনের দ্বারা ক্ষতিগ্রস্ত সকলের জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সবাইকে তিনি যেন সুরক্ষিত রাখেন এবং আশা করব পরিস্থিতি যেন খুব দ্রুত স্বাভাবিক হয়ে ওঠে।'




শুধু বিরাট কোহলিই নন। তাঁর দলের আরও দুই সতীর্থ উম্পুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে টুইট করেছেন। তাঁদের একজন কেএল রাহুল। অন্যজন কুলদীপ যাদব। টুইটারে কেএল রাহুল লিখছেন, "উম্পুন সাইক্লোনে ক্ষতিগ্রস্তদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা।"




ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব টুইটারে লিখছেন, 'উম্পুন সাইক্লোনে ক্ষতিগ্রস্তদের জন্য আমার চিন্তা হচ্ছে। ভয়ংকর এই ঘূর্ণিঝড়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।'




প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষণও টুইট করেছেন উম্পুনে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার বার্তা দিয়ে। লক্ষণ লিখছেন, 'আমরা খুবই কঠিন সময়ে মধ্যে দিয়ে যাচ্ছি। সবাই যাতে সুরক্ষিত থাকেন, সেই প্রার্থনাই করছি।'




উম্পুনের তাণ্ডবে রাজ্যে ৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কলকাতায় ১৫ এবং হাওড়ায় ৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের প্রত্যেকেই গাছ পড়ে বা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। নিহতদের পরিবার পিছু ₹২ লাখ ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। উম্পুনের তাণ্ডবে বিপর্যস্ত জেলা পুনর্গঠনে ₹১০০০ কোটির তহবিল গঠন করার কথা জানিয়েছেন তিনি।





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : BanglaSonbad


নবীনতর পূর্বতন