ব্রেকিং: একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত ভারতে, ইতিপূর্বে এত সংখ্যক একদিনে শনাক্ত হয়নি



ব্রেকিং: একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত ভারতে, ইতিপূর্বে এত সংখ্যক একদিনে শনাক্ত হয়নি




সব রেকর্ড ছাড়িয়ে একদিনে ২ হাজার ২৯৩ টি রোগী শনাক্ত হয়েছে দেশে।এত সংখ্যক করোনা রোগী ইতিপূর্বে দেশে শনাক্ত হয়নি।




করোনার প্রাদুর্ভাব ক্রমশ তীব্র হচ্ছে দেশে। দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। মোকাবিলায় লকডাউনের মেয়াদ শুক্রবার বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার।মে মাসের ৪ তারিখ থেকে তৃতীয় দফার লকডাউন শুরু হবে । চলবে আরও দুই সপ্তাহ। ইতিমধ্যে দ্বিতীয় দফার লকডাউন চলছে। তাতেও আটকানো যাচ্ছে না সংক্রমণ এবং মৃত্যু।গত ২৪ ঘন্টার চিত্রটা আরও ভাবিয়ে তুলছে।চিত্রটা ভয়ঙ্কর।গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে যা এতদিন এত সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়নি।




শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী,গত ২৪ ঘন্টায় দেশে ২ হাজার ২৯৩ টি করোনা রোগী শনাক্ত হয়েছে।এতে গোটা দেশে এপর্যন্ত করোনার রোগীর সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে হয়েছে ৩৭ হাজার ৩৩৬ জন।এর মধ্যে একটিভ করোনা রোগীর সংখ্যা ২৬ হাজার ১৬৭ জন। এবং গত ২৪ ঘন্টায় করোনার বলি হয়েছেন ৭১ জন। উল্লিখিত হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে। এর মধ্যেও একটি আশার বার্তা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে ইতিমধ্যে ৯ হাজার ৯৫০ জন করোনা রোগী সুস্থ্য হয়ে উঠেছেন।





এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়


এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open


নবীনতর পূর্বতন