লকডাউনে চলবে বাস-ট্যাক্সি, খুলছে দোকান! শর্তসাপেক্ষে অনুমতি দিলো রাজ্য সরকার
করোনা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে যে দ্বিতীয় দফার লকডাউন জারি করা হয়েছিল তা থাকার কথা ছিল আগামী ৩ রা মে পর্যন্ত। কিন্তু লকডাউনের সময়সীমা বাড়িয়ে করা হয়েছে আগামী ১৭ ই মে। তবে লকডাউনের এই তৃতীয় দফায় অনেক কিছুর ক্ষেত্রে ছাড় দিয়েছে সরকার। গত শুক্রবার কেন্দ্র থেকে প্রকাশিত একটি নির্দেশিকায় বলা হয়েছে আগামী সোমবার অর্থাৎ ৪ ঠা মে থেকে খুলে যাবে বিভিন্ন দোকান, বাজার। এর সাথে পান ও তামাক জাতীয় পণ্য বিক্রির ক্ষেত্রেও বিধি-নিষেধ তুলে নেওয়া হয়েছে। কিন্তু মদের দোকান খোলার ব্যাপারে কিছু বলা হয়নি সেইদিন।
সম্প্রতি এই নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশিত হয়েছে। যাতে বলা হয়েছে, আগামী সোমবার থেকে গ্রীন জোনে খুলছে মদের দোকান। গ্রীন জোনে পান ও তামাকজাত পণ্য বিক্রির উপরে বিধিনিষেধ শিথিল করা এবং বাস ও হলুদ ট্যাক্সি চলাচলের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা ঘোষণার পর মদের দোকান খোলার ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে প্রকাশ্যে মাদক জাতীয় দ্রব্য সেবন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। যথেষ্ট সামাজিক দূরত্ব এবং কিছু নিয়ম মেনেই খুলতে হবে দোকান, এমনটা উল্লেখ করে দেওয়া হয়েছে।
এদিন স্পষ্টভাবে ক্রেতাদের উদ্দেশ্যে বলে দেওয়া হয়েছে বিক্রেতার সঙ্গে অত্যন্ত ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে ক্রেতাদের এবং প্রত্যেক ক্রেতার মধ্যে দূরত্ব বজায় রাখতে হবে ২ গজ। এর পাশাপাশি একসাথে ৫ জনের বেশি ক্রেতা দোকানে ভিড় জমাতে পারবে না। সেই বিষয়েও নিশ্চিত করতে হবে। এর অন্যথায় দোকান বন্ধ করে দেওয়া হবে। তবে রেড জোনে দোকান খোলার কোনো সম্ভাবনা নেই।
এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।