পশ্চিমবঙ্গ পুলিসের উদ্যেগে

কবিপ্রনাম

পশ্চিমবঙ্গ পুলিসের উদ্যেগে কবিপ্রনাম

নিজস্ব সংবাদদাতা : লকডাউনের অন্তসিমায় মৃত্যু ব্যাধি কোরোনার দাবদাহে দাড়িয়ে আজ ২৫  বৈশাখ ১৪২৭ সাল কবিগুরু রবিন্দ্রনাথের ঠাকুরের ১৬০ তম জন্মবার্ষিকী উদযাপন সুতি থানার প্রঙ্গনে৷ 

 কবিগুর রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্মবার্ষিকীতে আনন্দের আবহ সর্বত্র বাংলায়৷

সুতি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিপ্লব কর্মকার মহাশয়ের  ব্যবস্থাপনায় এই কবি স্মরণ সুতি থানায় প্রথমেই কবিপ্রনাম সূপ্রভাতে, সর্বমুখে গুনগুনিয়ে  রাবিন্দ্র গীতি "" বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুর্ণ্য হোক, পুর্ণ্য হোক, পুর্ণ্য হোক হে ভগবান  ৷ 

এবং সুতি থানা প্রাঙ্গন হইতে পুস্পেছাওয়া ট্যাবলো বাহনকে সঙ্গে নিয়ে অরঙ্গাবাদের  অলি গলি বেয়ে সাজুর মোড় পর্যন্ত প্রায় ৫ কিমি পথ পরিক্রমা, 
পরিক্রমা করার পর কবি স্মরনে দু-চারটি কথা বলার পর শেষ হয় অনুষ্ঠান৷


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
নবীনতর পূর্বতন