করোনা প্রতিরোধের যাবতীয় বিধিনিষেধ মেনেই বাড়িতে পালন করা হলো ঈদ
করোনা প্রতিরোধের যাবতীয় বিধিনিষেধ মেনেই বাড়িতে পালন করা হলো ঈদ |
নিজস্ব সংবাদদাতা, নিউজ ডেস্ক : ইসলাম ধর্মানুযায়ী পবিত্র রমজানে ১ মাস রোজা বা সিয়াম সাধনার পর শাওয়াল মাসের ১ তারিখে খুশীর ঈদ উদযাপন করা হয়। পবিত্র ঈদ পালন করবার আগে মুসলমানেরা রমজান মাসে রোজা পালন করেন। কর্ম ব্যস্ততার মধ্যেই সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই কঠোর উপবাস পালন করে থাকেন তাঁরা। সূর্যাস্তের পর কোরান পাঠ ও শ্রবণ এর মাধ্যমে তাঁরা আত্মশুদ্ধি করেন। ঈদ কবে পালিত হবে সেটা আকাশে চাঁদ দেখেই নির্ধারণ করে পবিত্র দিনে শুরু হয় ঈদ-উল ফিতর অনুষ্ঠান পর্ব। মুসলমান সম্প্রদায়ভুক্ত সকলে এই পবিত্র উৎসবে মেতে ওঠেন। আল্লাহর উদ্দেশ্যে তাদের প্রার্থনা নিবেদন করে শুরু হয় মিলন উৎসব। একে অপরকে কোলাকুলি করে আনন্দের দিনটিকে পালন করে ঈদ উৎসব পালিত হয়ে থাকে।
পশ্চিমবঙ্গের মুসলমানেরা স্থির করে যে, শুক্রবার চাঁদ দেখা না গেলেও সোমবার অর্থাৎ ২৫ মে ঈদ পালন করা হবে। এক মাস ধরে কঠোর উপবাস করার পর পালন করা হয় পবিত্র ঈদ।
[ আরোও পড়ুন
তবে করোনা পরিস্থিতে এবার ঈদ পালন করা হবে সমস্তরকম বিধিনিষেধ মেনে। সরকার থেকে ঈদের মিলন অনুষ্ঠান এবং খাওয়া-দাওয়া সবকিছুই বাড়িতে পালন করবার জন্য বলা হয়। খোলা স্থানে ঈদের নামাজ না পড়ে প্রত্যেককে ঘরে বসে ঈদের নামাজ পড়ার অনুরোধ করা হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে সকল মুসলমানকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, সমস্ত লকডাউনের নিয়মাবলী এবং অন্যান্য নিয়ম মেনে চলতে হবে। তিনি অবশ্য বলেছিলেন যে, সোমবার ঈদ-উল-ফিতর উদযাপিত হলে কিছুটা শিথিলতা হবে। গত দুই মাস ধরে, মানুষকে বাড়ির ভিতরে থাকতে বলা হয় এবং কেবলমাত্র মেডিকেল স্টোরের মতো প্রয়োজনীয় দোকানগুলিকেই খোলার অনুমতি দেওয়া হয়।
তবে, এই বিধি-নিষেধ গুলি যদি ঠিকঠাক পালন করা হয় তাহলে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা কম হবে এবং এতে সমগ্র সমাজের পক্ষেই মঙ্গলজনক হবে বলে আশা করা হচ্ছে।
[ আরোও পড়ুন
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)