এবার বলিউডে নামাশি, মিঠুন পুত্রের ছবির পোস্টারেই চমক !
![]() |
এবার বলিউডে নামাশি, মিঠুন পুত্রের ছবির পোস্টারেই চমক ! |
নিজস্ব সংবাদদাতা, এন্টারটেনমেন্ট ডেস্ক : এবার বলিউডে মহাগুরুর কনিষ্ঠ পুত্র। পরিচালক রাজকুমার সন্তোষীর হাত ধরে বলিউড ডেবিউ করতে চলেছেন নামাশি। সিনেমার নাম ‘ব্যাড বয়’। মিঠুন চক্রবর্তীল ছোট ছেলের বিপরীতে বলিউড ডেবিউ করতে চলেছেন প্রযোজক সাজিদ কুরেশির মেয়ে আমরিনও। ছবির প্রযোজকও সাজিদ কুরেশিই।
‘ব্যাড বয়’-এর পোস্টার টুইট করে সলমন ডেবিউ ছবির জন্য নামাশিকে শুভেচ্ছাও জানিয়েছেন। লিখেছেন, “নামাশি ‘ব্যাড বয়’-এর জন্য তোমাকে অনেক শুভেচ্ছা। পোস্টার লা জওয়াব।” সদ্য মুক্তি পেয়েছে সেই ছবির পোস্টার। খোদ সলমন খান নামাশির ডেবিউ ছবির পোস্টার প্রকাশ্যে এনেছেন। নামাশি চক্রবর্তীও তাঁর প্রথম ছবির পোস্টার নিয়ে বেশ উত্তেজিত। অভিনেতার মন্তব্য, “অবশেষে আমার স্বপ্ন সত্যি হল। আমি ভাগ্যবান যে রাজকুমার সন্তোষী আর সাজিদ ভাইয়ের সাহায্য পেয়েছি। এই ছবির শুটিং করার সময়ে প্রতিটি মুহূর্তই আমি উপভোগ করেছি।”
[ আরোও পড়ুন
চমকপ্রদ ব্যাপার হল, রাজকুমার সন্তোষী পরিচালিত এই ছবিতে দেখা যাবে বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। সূত্রের খবর বলছে, রাজকুমারের ছবিতে বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন শাশ্বত। তাঁর চরিত্রেও থাকছে চমক। শাশ্বত আর নামাশি, দুই বাঙালি অভিনেতায় যে দিব্যি জমবে, তা বলাই যায়!
রোম্যান্স, অ্যাকশন, রোমাঞ্চ সবরকম উপকরণই মজুত এই কমার্শিয়াল ছবিতে।
প্রসঙ্গত, ‘ব্যাড বয়’-এর সিংহভাগ শুটিং হয়েছে বেঙ্গালুরু ও মুম্বইতে। নামাশির ডেবিউ ছবি এখন দর্শকদের কতটা মন জয় করতে পারে এখন সেটাই দেখার।
[ আরোও পড়ুন
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)