উপসর্গ নেই, অথচ করোনা পজিটিভ বলিউড অভিনেতার
![]() |
উপসর্গ নেই, অথচ করোনা পজিটিভ বলিউড অভিনেতার |
নিজস্ব সংবাদদাতা, এন্টারটেনমেন্ট ডেস্ক: গায়িকা কণিকা কাপুরের পর এবার করোনা পজিটিভ বলিউডের বরিষ্ঠ অভিনেতা কিরণ কুমারের। অথচ তাঁর শরীরে এখনও কোনও উপসর্গ দেখা যায়নি। তিনি বর্তমানে বাড়িতেই কোয়ারান্টাইনে রয়েছেন। ৭৪ বছরের অভিনেতা জানিয়েছেন যে তিনি ১৪ মে হাসপাতালে যান এবং কোভিড-১৯-এর টেস্ট করান। তবে তিনি এর পাশাপাশি এও জানিয়েছেন যে তাঁর মধ্যে কোনও করোনা উপসর্গ দেখা যায়নি। ‘ধড়কন' অভিনেতা বলেন, ‘আমি উপসর্গহীন। ১৪ মে আমি হাসপাতালে যাই মেডিক্যাল চেকআপের জন্য, যেখানে কোভিড-১৯ টেস্ট বাধ্যতামূলক ছিল। তাই আমিও টেস্ট করাই এবং রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু আমার মধ্যে কোভিডের কোনও উপসর্গ নেই। জ্বর নেই, কোনও সর্দি-কাশি নেই। আমি ভালো আছি এবং বাড়িতেই কোয়ারান্টাইনে রয়েছি।'
[ আরোও পড়ুন
তিনি এখন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন এবং তিনি তাঁর দ্বিতীয় টেস্ট করাবেন ২৬ বা ২৭ মে। পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির দ্বিতীয় তলে রয়েছেন। অভিনেতা বর্তমানে তৃতীয় তলে আছেন। দ্বিতীয়বার করোনা পরীক্ষার রিপোর্ট কী আসে এখন সেই অপেক্ষায় তিনি।
বরিষ্ঠ অভিনেতা জীবনের পুত্র কিরণ কুমার। যিনি জনপ্রিয় টিভি শো জিন্দগি, ঘুটন, সাহিল, মঞ্জিল, গৃহস্থি, কথা সাগর, অউর ফির এক দিন, পাপা, মিলিতে অভিনয় করেছেন। এছাড়াও বলিউডের বেশ কয়েকটি সিনেমাতে তাঁকে ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। উল্লেখ্য ইতিমধ্যেই টম হাঙ্ক ও তাঁর স্ত্রী রিতা উইলসন সহ ইদ্রিস এলবা ও তাঁর স্ত্রী সাবরিনা, গায়িকা কণিকা কাপুর, অভিনেতা ইন্দিরা বর্মা সহ হলি-বলির বহু তারকাই এই রোগে আক্রান্ত হয়েছেন।
[ আরোও পড়ুন
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)