প্রয়াত প্রবাদপ্রতিম হকি তারকা বলবীর সিং সিনিয়র
![]() |
প্রয়াত প্রবাদপ্রতিম হকি তারকা বলবীর সিং সিনিয়র |
নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: প্রয়াত প্রবাদপ্রতিম হকি তারকা বলবীর সিং সিনিয়র। সোমবার সকালে চণ্ডীগড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। ২ সপ্তাহের বেশি সময় ধরে তিনি একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। ৮ তারিখ বলবীরকে ভর্তি করা হয় মোহালির ফোর্টিস হাসপাতালে। প্রচণ্ড জ্বর ও ব্রঙ্কিয়াল নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বলবীরে মস্তিষ্কে রক্ত জমাট বেধে যায়। ১৮ তারিখ থেকে সেমিকোমাটোজ অবস্থায় ছিলেন তিনি। সেখানকার ডিরেক্টর অভিজিৎ সিং জানিয়েছেন সোমবার সকাল সাড়ে ছটা নাগাদ বলবীরের মৃত্যু হয়েছে। পরিবার বলতে তাঁর আছেন মেয়ে সুশবীর ও তিন ছেলে কানওয়ালবীর, করণবীর ও গুরবীর।
[ আরোও পড়ুন
উল্লেখ্য দেশের অন্যতম শ্রেষ্ঠ অ্যাথলিট বলবীর সিনিয়রকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি যাঁকে তাদের বেছে নেওয়া আধুনিক অলিম্পিক ইতিহাসের ১৬ জন প্রবাদপ্রতিম তারকার মধ্যে রেখেছে। অলিম্পিক ফাইনালে তাঁর করা সর্বাধিক গোলের রেকর্ড এখনও পৃথিবীতে কেউ ভাঙতে পারেননি। তিনবার অলিম্পিকে ভারতকে সোনা এনে দেওয়া প্রবাদপ্রতিম হকি তারকা বলবীর সিং সিনিয়রের প্রয়াণে শোকের ছায়া ক্রীড়া জগতে।
[ আরোও পড়ুন
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)