ফের ক্রিকেটে করোনা, আক্রান্ত প্রাক্তন পাক ক্রিকেটার!
![]() |
ফের ক্রিকেটে করোনা, আক্রান্ত প্রাক্তন পাক ক্রিকেটার! |
নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: করোনার থাবা ফের ২২ গজে। করোনা গ্রাস করছে একের পর এক ক্রিকেটারদের। স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দুজন ক্রিকেটার আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক পাকিস্তান ক্রিকেটারের। আর এবার করোনায় আক্রান্ত দ্বিতীয় পাক ক্রিকেটার। এর আগে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাফর সরফরাজের করোনা পজিটিভ হয়েছিলেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে সরফরাজের দারুণ সুনাম ছিল। করোনা যুদ্ধে জাফর অবশ্য জয় পাননি। গত মাসে তিনি মারা যান। আর এবার করোনা আক্রান্ত হলেন পাকিস্তানের প্রাক্তন ওপেনার তৌফিক উমর। জ্বর থাকায় শনিবার তাঁর করোনা পরীক্ষা হয়েছিল। করোনা পরীক্ষার রিপোর্ট এলে, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারে ভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁকে নিজের বাড়িতেই কোয়ারান্টাইনে রাখা হয়েছে।
[ আরোও পড়ুন
পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে ৩৮ বছর বয়সি তৌফিক উমর জানান "শরীরে হঠাৎ করেই তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। জ্বর এসেছে অনুমান করে গত রাতে নিজেই টেস্ট করতে ছুটেছিলাম। পরীক্ষার ফল পজিটিভ এসেছে।" সেই সঙ্গে তৌফিক উমর আরও বলেন, "তবে এখন আমার উপসর্গগুলো মারাত্মক কিছু হয়নি। এখন সেল্ফ কোয়ারান্টাইনে থাকতে হবে। বাড়িতেই নিজেকে বাকিদের থেকে আলাদা করে রাখছি। দ্রুত সুস্থ হওয়ার প্রত্যাশা রাখছি। "
প্রসঙ্গত উল্লেখ্য তৌফিক উমর ২০০১ সাল থেকে পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলেছেন। পাক জার্সিতে ১৩ বছরের ক্রিকেট কেরিয়ারে তিনি ৪৪ টেস্ট ও ২২ ওডিআই ম্যাচ খেলেছেন তিনি। টেস্ট ক্রিকেট তাঁর ব্যাটে ২৯৬৩ রান এসেছে। ওডিআই ক্রিকেট ৫০৪ রান হাঁকিয়েছেন।
[ আরোও পড়ুন
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)