চাকরির উর্দ্ধে মানবতা! প্রকৃত সমাজসেবী পুলিশ আধিকারিক মৃনাল সিনহা



চাকরির উর্দ্ধে মানবতা! প্রকৃত সমাজসেবী পুলিশ আধিকারিক মৃনাল সিনহা




নিউজ ডেস্ক, নদীয়া:- মহানুভবতার নিদর্শন রাখলেন পুলিশ আধিকারিক মৃনাল সিনহা৷ পুলিশ সম্পর্কে অনেকেরই ধারনা খুব একটা ভালো নয়৷ কিন্তু বেঙ্গল পুলিশে এমন কয়েক জন পুলিশ অফিসার আছেন যারা সত্যিই শ্রদ্ধেয়৷ মুর্শিদাবাদ জেলার নওদা থানার অফিসার ইনচার্য মৃনাল সিনহা তাঁদেরই একজন৷ নদীয়ার সন্তান মৃনালবাবু যে থানাতেই থাকেন সেখানকার মানুষকে আপন করে নেন৷ চাকরির উর্দ্ধে উঠেও তিনি একজন মানবসেবী বা সমাজসেবী বলেই পরিচিত৷ মানুষের বিভিন্ন সামস্যায় পাশে থাকেন৷





বর্তমান করোনা পরিস্থিতিতে নিজের থানা এলাকায় লক ডাউনের ফলে অসহায় কর্মচূত মানুষগুলির পাশে দাঁড়িয়েছেন৷ তাঁর নিজের জেলার শান্তিপুরের নিষিদ্ধপল্লী ও আদিবাসীদের নিয়ে কর্তব্য সংস্থা প্রকৃতি বিলাসের কাছে ঐ এলাকার মানুষদের জন্য চাল, ডাল, আলু, আটা, তেল, নুন সয়াবিন সহ বিভিন্ন খাদ্য দ্রব্য পাঠিয়ে দেন৷ ঐ সংস্থার হয়ে মোহর দে বিশ্বাস তার সহকর্মীদের মাধ্যমে ঐ খাদ্যদ্রব্য বিতরন করেন বলেও জানা যায়৷




পাশাপাশি নদীয়ার হাঁসখালি থানার বগুলার পাশে বহিরগাছিতে তাঁর নিজের গ্রামের অসহায় মানুষদের জন্যও একই ত্রান সামগ্রী একটি লরিতে করে পাঠান। শুধু নিজের গ্রামই নয় জেলা ছাড়িয়েও বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রান্তিক মানুষদের সহযোগিতায়।






এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন