মালদহে ফিরল পরিযায়ীর দল, লালরসের নমুনা না নিয়েই পাঠানো হল হোম কোয়ারেন্টাইনে
অবশেষে প্রতীক্ষার অবসান। প্রায় দেড় হাজার পরিযায়ী শ্রমিক নিয়ে মালদহে ফিরল হায়দরাবাদ শ্রমিক স্পেশাল ট্রেন। সোমবার সকাল ১০টায় মালদহ টাউন স্টেশনে পরিযায়ী শ্রমিকদের নিয়ে ফেরার পর পুলিশ ও প্রশাসনের কর্তাদের তদারকিতেই ভিনরাজ্য ফেরত ওইসব পরিযায়ী শ্রমিকদের সরকারি বাসে করে হোম কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হয়।
তবে এদিন ভিনরাজ্য ফেরত পরিযায়ী শ্রমিকদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়নি। এমনকি শারীরিক পরীক্ষার কোনও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। যা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ এবং আতঙ্ক ছড়িয়েছে। যদিও, জেলা প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, যেহেতু মালদহে ব্যাকলগের সংখ্যা ক্রমাগত বেড়েছে।
তাই এই মুহূর্তে ভিন রাজ্য ফেরত শ্রমিকদের লালারসের নমুনা সংগ্রহ করা যাচ্ছে না। তাদেরকে নিজেদের জেলায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের মাধ্যমে সেখানেই হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকার পুলিশ ও প্রশাসনের কর্তারা এব্যাপারে তদারকি করে দেখবেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হায়দরাবাদ থেকে শ্রমিক স্পেশাল ট্রেনটি ১৪৯২ জন যাত্রী নিয়ে মালদহ টাউন স্টেশনে আসে। যাদের মধ্যে মালদহ জেলার শ্রমিক ছিলেন ৪৭৭ জন। নদীয়া জেলার শ্রমিক রয়েছে ৮৫ জন ।মুর্শিদাবাদ জেলার শ্রমিক রয়েছে ২৪৮ জন । উত্তর দিনাজপুরের শ্রমিক রয়েছে ৭৯ জন। দক্ষিণ দিনাজপুরের শ্রমিক রয়েছে ১২ জন। বীরভূমের শ্রমিক রয়েছে ৮ জন।
এছাড়াও হাওড়া , পুরুলিয়া, বাঁকুড়া , দুই বর্ধমান এবং দুই মেদিনীপুর জেলার শ্রমিক রয়েছেন ৩১২ জন । মোট শ্রমিকের সংখ্যা ১২২১ জন । এর বাইরে যে ২৭১ জন শ্রমিক বাকি রইলো, তারা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং জেলার। তাদেরকে ওই ট্রেনে এনজিপি স্টেশনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৪৯২ জন পরিযায়ী শ্রমিকের মধ্যে মালদহে নেমেছে ১২২১ জন । বাকি ২৭১ জন নামবে এনজিপি স্টেশনে। মালদহে ১২২১ জন পরিযায়ী শ্রমিক নামার পর মোট ৩৩ টি সরকারি বাসে তাদের সংশ্লিষ্ট জেলায় ফেরানোর ব্যবস্থা করেছে পুলিশ ও প্রশাসনের কর্তারা। কিন্তু এদিন কোন শ্রমিকদেরই লালারসের নমুনা সংগ্রহ করা হয় নি। কাজেই কোন শ্রমিক কি ধরনের রোগ নিয়ে ভিন রাজ্য থেকে নিজেদের জেলায় ফিরছে, তা অবশ্য অজানাই থেকে গেল প্রশাসনের কাছে।
জেলা প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, এই মুহূর্তে সোয়াব টেস্টের করার ক্ষেত্রে ব্যাকলগের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। সেগুলি আগে সম্পূর্ণ না করে ভিন রাজ্য ফেরত শ্রমিকদের এই মুহূর্তে লালারসের নমুনা সংগ্রহ করা সম্ভবপর নয়। কাজেই ওইসব শ্রমিকদের নিজের নিজের জেলায় পাঠিয়ে হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সকাল থেকেই মালদহ টাউন স্টেশনে পুলিশ প্রশাসনের জোর তৎপরতা ছিল। নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই রেল পুলিশ থেকে শুরু করে জেলা পুলিশ ও প্রশাসনের নজরদারীর মধ্যে পরিযায়ী শ্রমিকদের ট্রেন থেকে নামিয়ে সরকারি বাসে করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়।
জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, “এই মুহূর্তে দিল্লি ,গুজরাট , মহারাষ্ট্র ফেরত পরিযায়ী শ্রমিকদের সোয়াব টেস্টের ব্যবস্থা করা হয়েছে। এর বাইরে এদিন হায়দরাবাদ থেকে যারা এসেছেন আপাতত তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়ে সরকারি বাসে করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তার আগে থার্মাল স্ক্রিনিং এবং খাবার ও পানীয় জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source : sangbadpratidin
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন 9476288780 এই নম্বরে, ধন্যবাদ।