BREAKING: সাতসকালে শুরু এনকাউন্টার, চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই
শ্রীনগর: সাতসকালে ভূ-স্বর্গে গুলির আওয়াজে ঘুম ভাঙল কাশ্মীরবাসীর। চলছে সেনা জঙ্গি এনকাউন্টার। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার শুরু হয়েছে।
কাশ্মীর জোন পুলিশের তরফে টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, শ্রীনগরের কানেমাজার নাওয়াকাডাল এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে। জম্মু কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ তাঁদের কাজ শুরু করে দিয়েছ বলে জানানো হয়েছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে খবর পেয়েই তল্লাশি অভিযান শুরু করে বাহিনী। সেনাকে দেখতে পায়েই গুলি চালায় বাহিনী। পালটা দেয় বাহিনীও।
পুলিশের তরফে জানা গিয়েছে, এনকাউন্টার শুরু হতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বিএসএনএল পোস্টপেইড ছাড়া মোবাইল ইন্টারনেট এবং মোবাইল ফোনের পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)