বিয়ের তাড়নায় ১০০ কিমি পথ সাইকেলে পাড়ি দিয়ে নতুন বউ নিয়ে ঘরে ফিরলেন পাত্র



বিয়ের তাড়নায় ১০০ কিমি পথ সাইকেলে পাড়ি দিয়ে নতুন বউ নিয়ে ঘরে ফিরলেন পাত্র




লকডাউনের মধ্যেও মানুষের বিয়ে করার ইচ্ছে কে কোনো মতেই আটকে রাখা যায়নি। দেশজুড়ে লকডাউনের মধ্যেই বিয়ের জন্য একের পর এক দুঃসাহসিক কাজ করে ফেলছে মানুষ। উত্তর প্রদেশের এক যুবক সম্প্রতি বিয়ে করার জন্য ১০০ কিমি পথ সাইকেলে পাড়ি দিয়ে ফের ১০০ কিমি পথ সাইকেলে করেই ফিরে এসেছে। যা জানাজানি হওয়ার পর চোখ কপালে উঠেছে অনেকেরই।




উত্তরপ্রদেশের যুবকের নাম কালকু প্রজাপতি। পাঁচমাস আগে তার বিয়ে ঠিক হয় পছন্দের পাত্রী রিংকির সাথে। সেই মতো আয়োজন শুরু হয়ে যায় বিয়ের আত্মীয় স্বজনকে কার্ডও বিলি করা হয়ে যায় তবে তার মধ্যেই বাঁধ সাধে লকডাউন। তবে তার জন্য থোড়াই কেয়ার, কালকু ১০০ কিমি পথ সাইকেলে পাড়ি দেয় বউ কে আনার জন্য। ফের ১০০ কিমি সাইকেল চালিয়ে ফিরেও আসে। কালকু অবশ্য জানিয়েছে তার বাইক না থাকার জন্যই সে সাইকেল নিয়ে বেরিয়ে যেতে বাধ্য হয় এবং মাস্ক পড়েই সে দীর্ঘ পথ অতিক্রম করেছে।




গ্রামেরই এক মন্দিরে বিয়ে হয় তাদের। তার ভিডিওতে পাত্র পাত্রীকে মাস্ক পরিহিত অবস্থাতেই দেখতে পাওয়া গেছে। কালকু জানায় তার মায়ের অবস্থা খুব খারাপ, বিয়ে করার প্রয়োজন তার ছিল। পাশাপশি বিয়ের সমস্ত জোগাড় হয়ে যাওয়ার কারণে সে বাধ্য হয় বিয়ে করতে তবে পায়ে অসহ্য ব্যথা নিয়ে ফিরে এসেছে সে। এমনকি ঘুমের মধ্যেই সাইকেল চালানোর স্বপ্নই দেখছে বলে জানিয়েছে নতুন বর।





এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়


এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open


নবীনতর পূর্বতন