মালদায় করোনা আক্রান্তের সংখ্যা ১০০ পেড়লো
![]() |
মালদায় করোনা আক্রান্তের সংখ্যা ১০০ পেড়লো |
অমিয় ঘোষ,মালদা: মালদা জেলায় নতুন করে আরও ২৩ জন করোনায় আক্রান্ত হলেন। রবিবার রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিআরডিএল ল্যাবের নমুনা পরীক্ষায় জেলার ২৩ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে। এরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক।
মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভূষণ চক্রবর্তীর কাছে এদিন রাতে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদের জেলায় আজ নতুন করে ২৩ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে রয়েছে ইংরেজবাজারের ২ জন, কালিয়াচক-১ ব্লকের ৮ জন, কালিয়াচক-২ ব্লকের ৯ জন, মানিকচকের ১ জন, রতুয়া-১ ব্লকের ১ জন, ওল্ড মালদা ব্লকের ১ জন ও চাঁচল-২ ব্লকের ১ জন ।
এর ফলে মালদা জেলায় মোট আক্রান্তের সংখ্যা এসে দাঁড়াল ১২৪। এর আগে রাতের রিপোর্টে কালিয়াচকের ব্লকে মোট ১১ জনের সংক্রমণ ধরা পড়েছিল। রবিবারের লালারসের নমুনা পরীক্ষার রিপোর্টে কালিয়াচক-১ এবং ২ ব্লক মিলে ১৭ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।
রবিবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিআরডিএল ল্যাবে ৩৩০ জনের লালার নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়। তাতে মোট ২৬ জনের দেহে করোনা সংক্রমণ দেখতে পাওয়া গেছে। এর মধ্যে ২৩ জনই মালদার এবং ৩ জন উত্তর দিনাজপুরের বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে।
[ আরোও পড়ুন
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)