Breaking: দেশজুড়ে আরও বাড়ল লকডাউনের মেয়াদ, কতদিন?



Breaking: দেশজুড়ে আরও বাড়ল লকডাউনের মেয়াদ, কতদিন?




হাইলাইটস




  • আগামী ১৭ মে পর্যন্ত লকডাউন চলবে।

  • তৃতীয় দফার লকডাউনে অরেঞ্জ ও গ্রিন জোনে কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়েছে।

  • এই মুহূর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৪৩-এ।





ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। তাই সত্যি হল। করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে লকডাউনের মেয়াদ বাড়ালো কেন্দ্রীয় সরকার। দেশে লকডাউন আগামী ৩ মে পর্যন্ত ছিলই। এই দফায় আগামী ৪ মে থেকে আরও দু'সপ্তাহ লকডাউন চলবে বলে শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে। অর্থাৎ ১৭ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন চলবে। ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন অনুসারে এই নির্দেশিকা জারি করা হয়েছে।




এ দিকে, তৃতীয় দফার লকডাউনে অরেঞ্জ ও গ্রিন জোনে কড়াকড়ি কিছুটা শিথিল করার কথা জানানো হয়েছে।




শুক্রবার বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেবে, এই মুহূর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৪৩-এ। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৯৩ জন। যা এক দিনে সর্বোচ্চ। পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১১৪৭। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাড়ে ৮ হাজারের বেশি মানুষ।





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : BanglaSonbad


নবীনতর পূর্বতন