BREAKING: ২৪ ঘন্টায় ফের ১০০ মৃত্যু, দেশজুড়ে আক্রান্ত ৮১ হাজারের বেশি



BREAKING: ২৪ ঘন্টায় ফের ১০০ মৃত্যু, দেশজুড়ে আক্রান্ত ৮১ হাজারের বেশি




 দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে চলছে মৃত্যুমিছিলও। শেষ ২৪ ঘন্টায় ফের ১০০ করোনা মৃত্যুর সাক্ষী দেশ। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯৬৭ জন।




নতুন করে আক্রান্ত ও মৃতের হিসেব ধরে দেশজুড়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ৮১ হাজার ৯৭০ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৭ হাজার ৯২০ জন। মৃত্যু হয়েছে ২৬৪৯ জনের। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এখবর মিলেছে।




দেশের মধ্যে এখনও মহারাষ্ট্রেই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। এরপর এই তালিকায় রয়েছে গুজরাত।




অন্যদিকে হিসেব বলছে আক্রান্তের বিচারে চিনকেও ছাড়িয়ে যেতে চলেছে ভারত। চিনে মোট আক্রান্ত যেখানে ৮২ হাজার ৯২৯ জন। সেখানে ভারতে পেরিয়ে গেল ৮১ হাজারের গণ্ডি। আশঙ্কা করা হচ্ছে শুক্রবারেই ভারত চিনের আক্রান্তের হিসেব পেরিয়ে যাবে।





তবে আশার কথাওব আছে, এপ্রিলের শুরুর দিকে চারদিনে দ্বিগুণ হচ্ছিল আক্রান্তের সংখ্যা। সেই দিকে নজর রাখলে দেখা যাবে আক্রান্ত হওয়ার গতি বেশ কিছুটা কমেছে।




বলা হচ্ছে আগামী মঙ্গলবার অর্থাৎ ১৯শে মের মধ্যে আক্রান্তের সংখ্যা লক্ষাধিক ছাড়াবে। তৃতীয় দফার লকডাউন শেষ হওয়ার দুদিনের মধ্যে এই পরিস্থিতি হবে দেশের। গত সাত দিনে তামিলনাড়ু, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে রেকর্ড সংখ্যক আক্রান্ত দেখা গিয়েছে। নতুন করে আক্রান্তের হার এই তিনটি রাজ্যে ৭৯ শতাংশ।




অন্যদিকে, দেশে ১৭ মে-র পর থেকে লকডাউন ৪.০ শুরু হতে চলেছে। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, ‘১৮ মে-র আগেই নতুন লকডাউনের নিয়ম জানিয়ে দেওয়া হবে।’ এ দিনের ভাষণে দেশের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেন নরেন্দ্র মোদী। মোট ২০ লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা করলেন তিনি, যা ভারতের জিডিপি-র প্রায় ১০ শতাংশ বলে জানিয়েছেন তিনি





এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : sangbadpratidin




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন