নজরে লকডাউন, সোমবার বিকেল ৩টেয় CM-দের সঙ্গে ভিডিয়ো বৈঠক মোদীর



নজরে লকডাউন, সোমবার বিকেল ৩টেয় CM-দের সঙ্গে ভিডিয়ো বৈঠক মোদীর




 করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফের বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিকেল তিনটে নাগাদ ভিডিয়ো কনফারেন্সে হবে বৈঠক। লকডাউন তোলার বিষয়ে রাজ্যগুলি কী ভাবছে, তা জানতে এই বৈঠক বলে মনে করা হচ্ছে।




আগামী ১৭ মে শেষ হচ্ছে দেশের তৃতীয় দফার লকডাউন। সূত্রের দাবি, লাল, সবুজ ও কমলা জোন নিয়ে ক্ষোভ রয়েছে বিভিন্ন রাজ্যের মধ্যে। পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরে আসার পর রাজ্যগুলির বিভিন্ন জেলায় ক্রমে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। অনেক জেলাই লাল জোনের আওতায় চলে আসছে। এর ফলে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সমস্যার সম্মুখীন হতে হবে বলে মত অনেক রাজ্যের।




এই অবস্থায় তৃতীয় লকডাউনে রাজ্যগুলির কী পরিস্থিতি, তা নিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সঙ্গে সবিস্তার আলোচনা করবেন বলে দাবি সূত্রের। পাশাপাশি লকডাউন তুলে নেওয়া নিয়ে কী ভাবছে রাজ্যগুলি, কী পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে তারা মনে করছে, এ ব্যাপারে বৈঠকে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে।





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : BanglaSonbad


নবীনতর পূর্বতন